দিল্লি, 7 মে : ঘোষিত হল JEE অ্যাডভান্সড পরীক্ষার সূচি । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা । জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার জেরেই পিছিয়ে গিয়েছিল সমস্ত পরীক্ষা । লকডাউন আংশিকভাবে শিথিল হতেই IIT-JEE (মেইন) ও NEET-এর পরীক্ষার নির্ঘণ্ট ঘোষণা করে কেন্দ্র । জুলাইয়ের 18, 20, 21, 22 ও 23 তারিখে পরীক্ষার পরিবর্তিত দিন নির্ধারণ করা হয়েছে । অগাস্টের 23 তারিখে হবে জয়েন্টের অ্যাডভান্সড পরীক্ষা ।