পুঞ্চ(জম্মু ও কাশ্মীর), 24 মার্চ : পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। মৃত জওয়ানের নাম হরি ওয়াকার। তিনি রাজস্থানের বাসিন্দা।
পুঞ্চে গুলি পাকিস্তান সেনার, শহিদ জওয়ান - j and k
পুঞ্চে পাকিস্তান সেনার গুলিতে শহিদ হলেন এক জওয়ান। মৃত জওয়ানের নাম হরি ওয়াকার।
jawan killed
গতকাল বিকেলে ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পুঞ্চে গুলি চালায় পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার গুলিতে গুরুতর জখম হন হরি ওয়াকার নামে এক ভারতীয় জওয়ান। তাঁকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আজ ওই জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক।