পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কৃষি আইন নিয়ে প্রকাশ্য বিতর্কসভায় যোগ দিন, রাহুলকে চ্যালেঞ্জ জাওড়েকরের - কংগ্রেস

তামিলনাড়ুর চেন্নাইয়ের মারাইমালাই এলাকায় কৃষক সমাবেশে হাজির হয়েছিলেন প্রকাশ জাওড়েকর । সেখানে তাঁর দাবি, কৃষি আইন নিয়ে খুশি কৃষকরা । আর কেন্দ্রীয় সরকার পিএম কিষাণ যোজনা এনেছে, যা কৃষকদের জন্য লাভদায়ক। পঞ্জাবের কৃষকরা এনডিএ জমানায় দ্বিগুণ এমএসপি পাচ্ছে। তাঁদের রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছে। তার পরও তারা ভুল বুঝে আন্দোলনে নেমেছে।

Javrekar challenges rahul to on farm act
কৃষি আইন নিয়ে রাহুলকে প্রকাশ্য বিতর্কসভায় আসার চ্যালেঞ্জ জাভড়েকরের

By

Published : Dec 25, 2020, 7:46 PM IST

চেন্নাই, 25 ডিসেম্বর: কৃষি আইন নিয়ে সরাসরি রাহুল গান্ধির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর। তাঁর চ্যালেঞ্জ, কেন্দ্রের এই আইন নিয়ে প্রকাশ্য বিতর্কসভায় যোগ দিন রাহুল ।

একই সঙ্গে তাঁর কটাক্ষ, এক পক্ষকালে একবারই জনসমক্ষে আসেন রাহুল গান্ধি । তাঁর দাবি, রাজনৈতিক নেতারা ভুল বোঝানোয় কয়েকজন কৃষক এখন কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। আর সেটাকেই তুলে ধরে ওই রাজনৈতিক নেতারা বোঝাতে চাইছেন যে গোটা দেশের কৃষকরা এই আইনের বিরুদ্ধে।

তামিলনাড়ুর চেন্নাইয়ের মারাইমালাই এলাকায় কৃষক সমাবেশে আজ হাজির হয়েছিলেন তিনি । সেখানে তাঁর দাবি, কৃষি আইন নিয়ে খুশি কৃষকরা। আর কেন্দ্রীয় সরকার পিএম কিষান যোজনা এনেছে যা কৃষকদের জন্য লাভদায়ক। পঞ্জাবের কৃষকরা এনডিএ জমানায় দ্বিগুণ এমএসপি পাচ্ছে। তাঁদের রোজগার দ্বিগুণ হয়ে গিয়েছে। তার পরও তারা ভুল বুঝে আন্দোলনে নেমেছে।

আরও পড়ুন:মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির

মন্ত্রীর দাবি, কৃষি আইন লাগু করা হয়েছে স্বামীনাথন কমিটির পরামর্শ অনুযায়ী। ওই কমিটি 2006 সালে পরামর্শ দিয়েছিল। কিন্তু তা ইউপিএ আমলে গ্রহণ করা হয়নি। মোদি সেটা গ্রহণ করেছেন। আর এখন রাহুল এই বিষয়ে ঝাঁপিয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তার পরই রাহুলের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, "আমি তাঁকে বিতর্কে অংশগ্রহণ করার জন্য প্রকাশ্যে আহ্বান জানাচ্ছি। কৃষি আইন কৃষকদের জন্য ভালো না খারাপ, তা নিয়ে আলোচনা হোক।"

ABOUT THE AUTHOR

...view details