পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্লাস্টিক বোতল দিলেই ফ্রি'তে এক কাপ চা ! - বিজয়পুরা

একবার ব্য়বহারযোগ্য প্লাস্টিকের ব্য়বহার বন্ধের জন্য দেশ জুড়ে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ ৷ এমনই এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল কর্নাটকের বিজয়পুরা নগরনিগমকে ৷ নগরনিগমের ইন্দিরা ক্যান্টিনে প্লাস্টিক বোতল জমা দিলেই মিলছে এক কাপ চা ৷

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jan 27, 2020, 9:56 AM IST

বিজয়পুরা (কর্নাটক), 27 জানুয়ারি : প্লাস্টিক বোতলের বদলে মিলছে এক কাপ চা ৷ বিজয়পুরার ইন্দিরা ক্যান্টিন প্লাস্টিক থেকে তৈরি দূষণ কমাতে এমনই উদ্যোগ নিয়েছে ৷

এই শহরের প্রশাসন প্লাস্টিকের ব্যবহার বন্ধ রার জন্য এই পরিকল্পনা নিয়েছে ৷ সমাজকে পরিষ্কার রাখতে শহরবাসীর থেকেও সহযোগিতার আশা করছে তারা ৷ নগর নিগমের আধিকারিকরা বলেন, "একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক বন্ধের জন্য সারা দেশে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগটি তাকেই পরিপূর্ণ করে ৷"

বিনামূল্যে মিলবে এক কাপ চা, তাও প্লাস্টিক দিলেই

ক্যান্টিন থেকে এই প্লাস্টিক বোতলগুলি বগলকোটের জে কে সিমেন্ট কারখানায় পাঠিয়ে দেওয়া হয় ৷ তারপর সেগুলি সিমেন্টের সঙ্গে মিশিয়ে তার মান উন্নত করা হয় ৷ প্লাস্টিকের ব্যবহার হঠাৎ করে বেড়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয় ৷

সম্প্রতি নিগম আধিকারিকরা বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানগুলি থেকে 18 টন প্লাস্টিক বাজেয়াপ্ত করেছে ৷ শহরের বর্জ্য ফেলার জায়গা থেকে প্রতিদিন প্রায় 800 কেজি প্লাস্টিক সংগ্রহ করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details