পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 26, 2020, 8:06 AM IST

ETV Bharat / bharat

প্লাস্টিকের বিরুদ্ধে এক ইঞ্জিনিয়রের লড়াই

বিরাপ্পা আরাকেরি পেশায় ইঞ্জিনিয়র হলেও বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক সংগ্রহ করছেন ৷ এই কাজ তিনি গত পাঁচ বছর ধরে করে চলেছেন ৷ নিজের এলাকাকে প্লাস্টিকমুক্ত করায় তাঁর লক্ষ্য ৷

প্লাস্টিকের বিরুদ্ধে এক ইঞ্জিনিয়রের লড়াই
প্লাস্টিকের বিরুদ্ধে এক ইঞ্জিনিয়রের লড়াই

হুব্বালি (কর্নাটক), 26 জানুয়ারি : প্লাস্টিক বন্ধের জন্য হুব্বালির এক ইঞ্জিনিয়র একা লড়াই শুরু করেছেন ৷ বর্তমানে বিভিন্ন সংস্থা একই কারণের জন্য লড়াই করছে ৷ বিরাপ্পা আরাকেরি একাই বাড়ি বাড়ি গিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করছেন ৷ শুধু সংগ্রহ নয়, প্লাস্টিক ব্যবহারের খারাপ দিকগুলি নিয়েও মানুষকে সচেতন করে চলেছেন তিনি ৷

বিরাপ্পা পেশায় ইলেকট্রিকাল ইঞ্জিনিয়র হলেও বহুদিন ধরে বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন ৷ পাশাপাশি, তিনি একজন কম্পিউটার ট্রেনার ৷ একটি সেলাইয়ের ক্লাসও চালান ৷

এলাকার মহিলাদের থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন ইঞ্জিনিয়র বিরাপ্পা আরাকেরি

মানুষের কাছ থেকে সংগৃহীত প্লাস্টিকের বদলে যাতে তিনি তাঁদের টাকা দিতে পারেন, তাই একসঙ্গে অনেকগুলি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানান তিনি ৷ শুরুতে তাঁর এই প্রচেষ্টায় খুশি ছিলেন না তাঁর প্রতিবেশীরা ৷ এই কাজের জন্য তাঁকে ব্যঙ্গও করতেন অনেকে ৷ তাঁরা বুঝিয়ে দিয়েছেন, এই কাজের কোনও ফল হবে না ৷

কিন্তু, নিজের লক্ষ্য থেকে তাঁকে কেউ সরাতে পারেননি ৷ প্লাস্টিকের বিরুদ্ধে তাঁর এই লড়াই দেখে পরে অনেকে এগিয়ে এসেছেন ৷ তাঁর অনুরোধে বাধ্য হয়ে এখন অনেক মহিলা প্লাস্টিক বর্জ্যকে আলাদা করে রাখতে শুরু করেছেন ৷ তারপর প্লাস্টিকের বর্জ্যগুলি বিরাপ্পার হাতে তুলে দিয়েছেন ৷

কর্নাটক সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার পরও রাজ্যে এখনও অনেকেই প্লাস্টিক ব্যবহার করে চলেছে ৷ তবে, নিজের এলাকা থেকে প্লাস্টিক নির্মূল করার জন্য বিরাপ্পার একার প্রচেষ্টা ও প্লাস্টিক ব্যবহারের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার তাঁর এই কাজ প্রশংসনীয় ৷

ABOUT THE AUTHOR

...view details