ভোপাল, 12 জানুয়ারি : প্লাস্টিকমুক্ত শহর গড়তে অভিনব পদক্ষেপ ভোপাল পৌরনিগমের ৷ সেপ্টেম্বর থেকে এই পদক্ষেপ করছে ভোপাল ৷
শহরের বেশ কিছু জায়গায় কাপড়ের ব্যাগ তৈরির কিয়স্ক তৈরি করেছে এই পৌরনিগম ৷ এই সমস্ত কিয়স্কে সেলাই মেশিনের মাধ্যমে পুরানো কাপড় থেকে ক্যারি ব্যাগ তৈরি করা হয় ৷
এই সমস্ত কাপড়ের ব্যাগ মাত্র পাঁচ টাকায় কিনতে পারবেন সকলে ৷ পুরানো কাপড় কিয়স্কে নিয়ে আসলে এই পাঁচ টাকাও ফেরত দিয়ে দেওয়া হবে ৷ কিয়স্কের একজন কর্মী রাবিয়া জানান, "ভালো সাড়া মিলছে ৷ কিন্তু, এখনও অনেকে এই ব্যাগ কিনতে ইতস্তত বোধ করছেন ৷"
তিনি আরও বলেন, "আমি প্রতিদিন গড়ে 10-15টা ব্যাগ বিক্রি করি ৷ যারা পুরোনো কাপড় নিয়ে কিয়স্কে আসেন, তাঁদের বিনামূল্যে এই ব্যাগ দেওয়া হয় ৷"
প্লাস্টিকমুক্ত শহর গড়তে অভিনব পদক্ষেপ ভোপালের পুরানো কাপড়ের পুনরায় ব্যবহার শহরে প্লাস্টিক বর্জ্যের অনেক কমিয়ে দিয়েছে ৷ গত বছর, টানা তিন বছর ধরে দেশের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা পেয়েছে ইন্দোর ৷ যেখানে দেশের সবচেয়ে স্বচ্ছ রাজধানী হিসেবে ধরা হয়েছে ভোপালকে ৷