শ্রীনগর, 13 অগাস্ট : আমলার চাকরি ছেড়ে রাজনীতিতে এসেছেন ৷ বুধবারই গৃহবন্দী করা হল প্রাক্তন IAS শাহ ফয়জ়লকে ৷ দিল্লি বিমানবন্দরে আজ তাঁকে আটক করা হয় । সেখান থেকে আবার কাশ্মীরে ফেরত পাঠানো হয়েছে ফয়জ়লকে । সূত্রের খবর, ইস্তানবুলে যাচ্ছিলেন তিনি ৷
IAS থেকে রাজনীতিতে আসা ফয়জ়ল 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে দু'টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেছেন ৷ কাশ্মীরের পরিস্থিতি জানিয়ে বলেছেন, 80 লক্ষ মানুষকে যেন দাবিয়ে রাখা হয়েছে। কী যে হতে চলেছে, কেউ বুঝতে পারছেন না ৷ 370 বিলোপের চেয়েও মানুষ বেশি ক্ষুব্ধ রাজ্যের মর্যাদা চলে যাওয়ায় ।
মঙ্গলবার টুইট বিবৃতি দিয়ে রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরে অহিংস রাজনৈতিক গণ আন্দোলনের কথা বলেন শাহ । তিনি টুইট করেন, ‘‘রাজনৈতিক অধিকার ফিরে পেতে কাশ্মীরের প্রয়োজন একটি দীর্ঘস্থায়ী অহিংস রাজনৈতিক গণ আন্দোলন । 370 ধারা বিলুপ্তি মূলধারাকে ধ্বংস করে দিয়েছে । সাংবিধানিকরা চলে গিয়েছেন । সুতরাং এখন আপনি এখন কেবল চাটুকার নয়তো বিচ্ছিন্নতাবাদী হতে পারেন । কোনও ধূসরতার ছায়া নেই ।''
দীর্ঘ দশ বছর ধরে সরকারি কর্তা থাকার সময়ে যেন জেলেই ছিলেন । সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই আমলার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন 2009 সালে IAS বাছাই তালিকার শীর্ষে থাকা শাহ ফয়জ়ল৷
একটি টুইটে ফয়জ়ল এও উল্লেখ করেছিলেন, ''কাশ্মীরে কোনও ইদ হয়নি৷ অন্যায়ভাবে জমি কেড়ে নেওয়া হয়েছে কাশ্মীরিদের ৷ '' এর আগে মেহবুবা মুফতি, ওমর আবদুল্লারাও টুইট করে নিজেদের গৃহবন্দীত্বের কথা সকলকে জানিয়েছিলেন ৷ এবার গৃহবন্দী করা হল ফয়জ়লকেও ৷