পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীনগর সহ বেশ কিছু এলাকায় জারি 144 ধারা, বন্ধ ইন্টারনেট পরিষেবা

ক্রমশ জটিল হচ্ছে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি ৷ শ্রীনগর, জম্মু সহ বেশ কিছু এলাকায় 144 ধারা জারি করা হয়েছে ৷ বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা ৷

By

Published : Aug 5, 2019, 1:30 AM IST

Updated : Aug 5, 2019, 6:23 AM IST

ছবিটি প্রতীকী

শ্রীনগর, 5 অগাস্ট : সকাল থেকেই বোঝা যাচ্ছিল কিছু একটা হতে চলেছে ৷ গতকাল দিল্লিতে দিনভর দফায় দফায় বৈঠক করতে দেখা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ৷ আর রাত বাড়তেই একাধিক পদক্ষেপ করে জম্মু-কাশ্মীর প্রশাসন ৷ শ্রীনগর জেলায় ও জম্মুতে 144 ধারা জারি করা হয় ৷ বেশ কিছু এলাকায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ৷

রাতের দিকে জম্মুর ডেপুটি কমিশনার সুষমা চৌহান জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে ৷ মধ্যরাত থেকেই শ্রীনগর জেলায় অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন ৷ নিষেধাজ্ঞা চাপানো হয়েছে যে কোনও ধরনের সমাবেশ ও মিছিলের উপর ৷ রিয়াসি জেলাতেও 144 ধারা লাগু হয়েছে বলে জানান সেখানকার ডেপুটি কমিশনার ইন্দু কানওয়াল ছিব ৷ উধমপুর,কাঠুয়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ৷ ডোডাতে আজ ও আগামীকাল স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সকাল 6টা থেকে জম্মুতে জারি করা হয়েছে 144 ধারা ৷ বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ৷

এই সংক্রান্ত আরও খবর :অমরনাথ যাত্রা কাটছাঁট, জম্মু-কাশ্মীর থেকে ফিরতে বলা হল পর্যটকদের

ইতিমধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার "গৃহবন্দী" টুইটকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ৷ গতরাত 11টা 30 মিনিটে তিনি টুইট করেন, "আমার বিশ্বাস আজ মধ্যরাত থেকে আমাকে গৃহবন্দী করে রাখা হবে ৷ মূলধারার অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রেও এই প্রক্রিয়া ইতিমধ্যে চালু হয়ে গেছে ৷ এটা সত্যি কি না তা জানার কোনও উপায় নেই ৷" পাশাপাশি, সাধারণ মানুষকে শান্ত থাকার আর্জি জানান তিনি ৷ এর কিছুক্ষণ পর টুইট করেন রাজ্যের আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৷ তিনি লেখেন, "আমাদের মতো যে নির্বাচিত জনপ্রতিনিধিরা শান্তির জন্য লড়াই করেন, তাঁদের গৃহবন্দী করা হয়েছে ৷ যে কাশ্মীর ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ভারতকে বেছে নিয়েছে তাকেই অকল্পনীয় নিপীড়নের মুখে পড়তে হচ্ছে ৷ " তাঁর বক্তব্য, "যারা আমাদের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ করেন, আশা করি তাঁরা বুঝতে পারছেন, আমাদের ভয়টা ভুল নয় ৷ নেতাদের গৃহবন্দী করে রাখা, ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করে দেওয়া, 144 ধারা জারি করা কোনওভাবেই সাধারণ নয় ৷" দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ছাড়াও সাজ্জাদ লোনকেও গৃহবন্দী করে রাখা হয়েছে বলে খবর ছড়ায় ৷ এর জেরে আরও জটিল হয় পরিস্থিতি ৷ মুফতি আরও অভিযোগ করেন, কারফিউ জারি করা হচ্ছে ৷ যদিও তা উড়িয়ে দিয়েছে রাজ্য প্রশাসন ৷

এই সংক্রান্ত আরও খবর :আজ প্রধানমন্ত্রীর বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

এর আগে, গত মাসের শেষের দিকে দু'দফায় কাশ্মীরে 35 হাজার আধাসামরিক জওয়ান মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্র ৷ এরই মধ্যে শুক্রবার অ্যাডভাইজ়রি জারি করে রাজ্য প্রশাসন জানায়, হামলার ছক কষেছে জঙ্গিরা ৷ সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অমরনাথ তীর্থযাত্রী সহ পর্যটকদের কাশ্মীর ছাড়তে হবে ৷ এরপর থেকেই জল্পনা ছড়ায়, কেন্দ্র সেখানে বড় কিছু করার পরিকল্পনা করছে ৷ সংবিধানের 35A ধারা বাতিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অনেকে আশঙ্কাপ্রকাশ করেন ৷

এই সংক্রান্ত আরও খবর :উপত্যকায় উত্তেজনার মধ্যেই ডোভালের সঙ্গে বৈঠক অমিতের

Last Updated : Aug 5, 2019, 6:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details