পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরে এই প্রথম হতে চলেছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন - জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব (শিল্প ও বাণিজ্য) এন কে চৌধুরি

এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷

ফাইল ফোটো

By

Published : Aug 13, 2019, 8:43 PM IST

Updated : Aug 13, 2019, 9:17 PM IST

শ্রীনগর, 13 অগাস্ট : এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷

12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷ আজ একথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব (শিল্প ও বাণিজ্য) এন কে চৌধুরি ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই প্রথমবার রাজ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হবে ৷ 12 অক্টোবর শ্রীনগরে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং 14 অক্টোবর জম্মুতে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ৷ দুই শহরে তিনদিন ধরে নানান প্রযুক্তি বিষয়ক সেশন ও কর্মশালা চলবে ৷ কাতরা ও অন্য শহরেও নানান সেশন ও কর্মশালা চলবে ৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিনিধি, মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সচিবরা ৷ তবে এই মুহূর্তে তাঁদের নাম জানানো সম্ভব নয় ৷"

তিনি আরও জানান, "প্রায় 2000 দেশি, বিদেশি বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে ৷ আশা করা যায়, বেশিরভাগ বিনিযোগকারীরাই অংশ নেবেন ৷ এই সম্মেলনে যে ক্ষেত্রগুলিতে বিশেষভাবে নজর দেওয়া হবে সেগুলি হল-কৃষিবিদ্যা, উদ্যানবিদ্যা, খাদ্য প্রক্রিয়াকরণ, সিনেমা, প্রযুক্তি, ভ্রমণ, তথ্য প্রযুক্তি, হস্তশিল্প ও স্বাস্থ্য ৷"

এবছরই প্রতিষ্ঠা করা হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রেড প্রমোশন অরগানাইজেশন (JKTPO) ৷ এই সম্মেলন পরিচালনায় উক্ত সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ৷ সমস্ত বিনিয়োগকারীদের উপস্থিতি নিশ্চিত করা, দেশের মধ্যে ও বাইরে রোড শো'র আয়োজন করার ক্ষেত্রে এদের মুখ্য ভূমিকা গ্রহণ করবে ৷ দেশের মধ্যে আহমেদাবাদ, দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুতে হবে রোড শো ৷ দেশের বাইরে দুবাই, আবু ধাবি, সিঙ্গাপুর, লন্ডন ও মালয়েশিয়াতেও হবে রোড শো৷

অনুষ্ঠানের পূর্বে স্পনসর ও সংবাদমাধ্যমদের একটি বৈঠকও হবে দিল্লিতে ৷

Last Updated : Aug 13, 2019, 9:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details