শ্রীনগর, 13 অগাস্ট : এই প্রথম জম্মু ও কাশ্মীরে বিনিয়োগকারীদের সম্মেলন আয়োজিত হচ্ছে ৷ 370 ধারা প্রত্যাহারের এক সপ্তাহ পর আন্তর্জাতিক স্তরের এই সম্মেলনের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার ৷ তিনদিন ধরে চলবে এই সম্মেলন ৷
12 অক্টোবর শুরু হবে এই সম্মেলন ৷ চলবে 14 অক্টোবর পর্যন্ত ৷ আজ একথা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব (শিল্প ও বাণিজ্য) এন কে চৌধুরি ৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এই প্রথমবার রাজ্যে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন হবে ৷ 12 অক্টোবর শ্রীনগরে উদ্বোধনী অনুষ্ঠান হবে এবং 14 অক্টোবর জম্মুতে সমাপ্তি অনুষ্ঠান রয়েছে ৷ দুই শহরে তিনদিন ধরে নানান প্রযুক্তি বিষয়ক সেশন ও কর্মশালা চলবে ৷ কাতরা ও অন্য শহরেও নানান সেশন ও কর্মশালা চলবে ৷ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন ৷ অংশ নেবেন কেন্দ্রীয় প্রতিনিধি, মন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের সচিবরা ৷ তবে এই মুহূর্তে তাঁদের নাম জানানো সম্ভব নয় ৷"