শ্রীনগর, 21 সেপ্টেম্বর : কাশ্মীরের বুদগাম জেলায় চরার-ই-শরিফ এলাকায় জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে সংঘর্ষ । এক জওয়ান জখম হয়েছেন। ঘটনাটি আজ সন্ধ্যার ।
কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান - কাশ্মীরের বুদগাম জেলায় চরার-ই-শরীফ এলাকায় জঙ্গি ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষ
এক পুলিশ আধিকারিক জানান, গোপন তথ্য অনুযায়ী স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা এবং CRPF চরার-ই-শরিফ এলাকায় তল্লাশি অভিযান চালায় । সন্দেহভাজন এলাকায় অভিযান চালাতেই একটি বাড়িতে লুকিয়ে থাকা বেশ কয়েকজন জঙ্গি গুলি বর্ষণ শুরু করে । নিরাপত্তা বাহিনীও গুলির পালটা জবাব দেয় ।
![কাশ্মীর উপত্যকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, জখম জওয়ান gunfight in kashmir](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:26:10:1600703770-8885866-encounter.jpg)
এক পুলিশ আধিকারিক জানান, গোপন সূত্রে খবর মেলে চরার-ই-শরিফ এলাকায় জঙ্গি থাকার সম্ভবনার কথা । সেই তথ্য অনুযায়ী স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা এবং CRPF ঘটনাস্থানে তল্লাশি অভিযান চালায় । এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে ।
ওই আধিকারিক জানান, সন্দেহভাজন এলাকায় অভিযান চালাতেই একটি বাড়িতে লুকিয়ে থাকা বেশ কয়েকজন জঙ্গি গুলি বর্ষণ শুরু করে । নিরাপত্তা বাহিনীও গুলির পালটা জবাব দেয় । এক জওয়ান জখম হন । তাঁকে সেনা হাসপাতালে ভরতি করা হয়েছে । শেষ খবর পাওয়া পর্যন্ত গোলাগুলি চলছে । এখনও পর্যন্ত কোনও জঙ্গির হতাহতের খবর নেই ।