পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের পডু়য়াদের বিশেষ বাসে বাড়ি পাঠাল জামিয়া মিলিয়া - জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়

লকডাউনের ফলে হস্টেলে আটকে পড়েন একাধিক পড়ুয়া । তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীর থেকে আসা পড়ুয়াদের বিশেষ বাসে বাড়ি পাঠালেন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

Jamia Millia
জামিয়া মিলিয়া

By

Published : May 11, 2020, 3:24 PM IST

দিল্লি, 11 মে : লকডাউনের ফলে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা জম্মু ও কাশ্মীরের পড়ুয়ারা হস্টেলে আটকে পড়েছিলেন । গতকাল তাঁদের বিশেষ বাসে বাড়ি পাঠালেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের দু'জন নিরাপত্তারক্ষীকেও পাঠানো হয়েছে ।

জম্মু ও কাশ্মীরের পথে রওনা দেওয়ার আগে সমস্ত পড়ুয়া, নিরাপত্তারক্ষী ও বাস চালকের শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয় । তার জন্য তাঁদের দিল্লি ফার্মাসিউটিকাল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটিতে পাঠানো হয় । তবে, শারীরিক পরীক্ষায় যাওয়ার আগে বাসকে জীবাণুমুক্ত করা হয় ।

জম্মু ও কাশ্মীরের পড়ুয়াদের জন্যই শুধু নয় । বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থাকা অন্যান্য রাজ্যের পড়ুয়াদেরও বাড়ি পাঠানোর ব্যবস্থা করছেন কর্তৃপক্ষ । যদিও এই পরিস্থিতিতে হস্টেল খালি করা অসম্ভব বলে উপাচার্যকে জানিয়েছেন হস্টেল কর্তৃপক্ষ । একইসঙ্গে এই বিষয়টি পুনর্বিবেচনা করার আবেদনও জানান হস্টেল কর্তৃপক্ষ ।

ABOUT THE AUTHOR

...view details