দিল্লি, 23 জুন : ইন্দো-রাশিয়া-চিনের ত্রিপাক্ষিক বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের নীতির প্রসঙ্গ টানলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর । আজ তিনি বলেন, "আন্তর্জাতিক সম্পর্ক নীতি সবার মানা উচিত৷'' এই বৈঠকে চিনের তরফে ছিলেন সেদেশের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইও ৷
''আন্তর্জাতিক সম্পর্ক নীতি সবার মানা উচিত'', চিনা বিদেশমন্ত্রীর সামনে জয়শংকর
ইন্দো-রাশিয়া-চিন এর বৈঠকে আন্তর্জাতিক সম্পর্কের নীতির প্রসঙ্গ টানেন বিদেশমন্ত্রী এস জয়শংকর । বলেন, আন্তর্জাতিক সম্পর্কের নীতি প্রত্যকের মেনে চলা উচিত ।
জয়শংকর আরও বলেন, “সময় আমাদের পরীক্ষা নেয় । পরীক্ষা করে দেখে, আমরা আন্তর্জাতিক সম্পর্কের নীতি মেনে চলছি কি না । কিন্তু, আজ সেই নিয়ম নীতি মেনে চলা হয়তো একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছে । আন্তর্জাতিক আইনগুলিকে সম্মান করা প্রয়োজন । প্রত্যেক সদস্যের আগ্রহ লক্ষ্য করা প্রয়োজন ।”
বিদেশমন্ত্রীর এই বক্তব্য মূলত চিনকে লক্ষ্য করে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা । তাঁদের মতে, চিন লাদাখ সীমান্তে আন্তর্জাতিক নীতি মেনে চলেনি ৷ সেই বার্তা দিতেই এই প্রসঙ্গ টেনে আনেন জয়শংকর । তিনি বৈঠকে আরও বলেন, ভারতের অবদান বিশ্বের অনুভব করা গুরুত্বপূর্ণ ৷