দিল্লি , 10 সেপ্টম্বর :পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে ৷ 7 সেপ্টেম্বর প্যানগং লেকের দক্ষিণে দুই পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই হয় ৷ তারপর থেকেই প্যানগং লেকের উত্তরদিকে সেনা মোতায়েন শুরু করেছে চিন ৷ এই পরিস্থিতির মধ্যে আজ মস্কোয় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ উল্লেখ্য , সাংহাই কো-অপারেশন অর্গানাইজ়েশন( SCO) -র বৈঠকের জন্য মস্কোয় আছেন তিনি ৷
লাদাখে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তা নিয়ন্ত্রণে আনা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে ৷ এই দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি আজ রাশিয়া-ভারত-চিনের বৈঠকে দুই বিদেশমন্ত্রীর মুখোমুখি হওয়ার কথা আছে ৷ এর আগে জয়শংকর রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জে লাভরভের সঙ্গে একটি বৈঠক করেন ৷ বৈঠকের পর জয়শংকর জানান , লাভরভের সঙ্গে তাঁর ’’চমৎকার আলোচনা হয়েছে’’ ৷ আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে তাঁরা একে অপরের মত-বিনিময় করেছেন ৷
গত শুক্রবার SCO-র বৈঠকে যোগ দিতে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চিনের প্রতীরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গি -র সঙ্গে বৈঠক করেছিলেন ৷ তবে তা ফলপ্রসূ হয়নি ৷
15 জুন লাদাখের গালওয়ান উপত্যকায় চিন সেনাদের সঙ্গে বিবাদে 20 জন ভারতীয় জওয়ান শহিদ হন । তারপর থেকেই উত্তেজনার আবহ রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর। এরপরেও 7 সেপ্টেম্বর ফের উত্তপ্ত হয়ে ওঠে লাদাখ ৷ রাত থেকেই দুই পক্ষের মধ্যে তুমুল গুলির লড়াই চলে । চিনা আর্মির হামলার জবাব দেয় ভারত । যদিও চিনের দাবি, ভারতের তরফ থেকেই প্রথম হামলা চালানো হয় । যদিও চিনের এই অভিযোগ উড়িয়ে ভারতীয় সেনার দাবি, বিনা প্ররোচনায় চিনা আর্মি গুলি চালাতে শুরু করে । যেভাবে মাস কয়েক আগে ভারতীয় সেনার উপর হামলা চালিয়ে ছিল চিন, সেভাবেই তারা হামলার পরিকল্পনা করেছিল । কিন্তু, ভারতীয় সেনা দক্ষতার সঙ্গে তাদের মোকাবিলা করে ।
সোমবার রাতের গুলির লড়াইয়ের পর থেকেই প্যানগং লেকের উত্তর দিকে সেনা মোতায়েন শুরু করেছে চিন ৷ এমনকী মঙ্গলবার একটি ছবি সামনে এসেছে । তাতে দেখা গেছে, চিনের সেনা জওয়ানরা হাতে লাঠি-ছোরা নিয়ে দাঁড়িয়ে আছে । কারও কারও পিঠে রাইফেলও রয়েছে । এই উদ্বেগজনক পরিস্থিতি শান্ত করা নিয়ে দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠক ফলপ্রসূ হয় কি না এখন সেটাই দেখার ৷