পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 15, 2019, 7:54 PM IST

ETV Bharat / bharat

দশেরায় উড়িয়ে দেব রেলস্টেশন-ধর্মস্থান, হুমকি চিঠি জইশের

সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে একাধিক স্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি দেওয়া হল ৷

দশেরায় উড়িয়ে দেব রেলস্টেশন-ধর্মস্থান, হুমকি চিঠি জইশের

রোহতক (হরিয়ানা), 15 সেপ্টেম্বর : উড়িয়ে দেওয়া হবে রোহতক-সহ 11টি স্টেশন ৷ উড়িয়ে দেওয়া হবে একাধিক ধর্মস্থান ৷ সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের তরফে দেওয়া হল এমনই হুমকি ৷ রোহতকের স্টেশন মাস্টার যশপাল মিনার কাছে একটি হুমকি চিঠিতে লেখা রয়েছে এমনই ৷ চিঠিতে লেখা রয়েছে, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের কথা ৷ আগামী 8 অক্টোবর দশেরার দিনই একাধিক রেলস্টেশন ও ধর্মস্থানে বিস্ফোরণ ঘটানো হবে বলে হুমকি দেওয়া হয়েছে জঙ্গি সংগঠনের তরফে ৷

শনিবার বিকেল 3.30টে নাগাদ স্টেশন অধীক্ষক এই চিঠিটি পান ৷ তাতে উল্লেখ করা রয়েছে, চিঠিটি পাঠিয়েছে জম্মু-কাশ্মীরের জইশ-ই-মহম্মদ কমান্ডার মাসুদ আহমেদের তরফে ৷

রাজস্থান, গুজরাত, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, হরিয়ানার একাধিক ধর্মস্থানে বিস্ফোরণের হুমকি রয়েছে চিঠিতে ৷ রয়েছে রোহতক, হিসার, রেওয়ারি, কুরুক্ষেত্র, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর, ভোপাল, কোটা ও ইতারসী স্টেশনের নামও ৷ চিঠিটি আদৌ কারা পাঠিয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷ উত্তর ভারতের ধর্মস্থান ও স্টেশনগুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ৷

চিঠিতে বলা হয়েছে, জেহাদিদের মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে বিস্ফোরণের মাধ্যমে ৷ একাধিক হামলার হুমকিও দেওয়া হয়েছে ৷ রোহতকের রেলওয়ে SP ধীরজ শেটিয়া বলেন, 6 রাজ্যের ধর্মস্থান ও একাধিক রেল স্টেশন উড়িয়ে দেওয়া হবে, একটি হুমকি চিঠিতে এই বার্তা আসার পরই আরও কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সংশ্লিষ্ট স্থানে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details