জয়পুর, 28জুন:বিশ্বজুড়ে থাবা বসিয়েছে কোরোনাভাইরাস। দিনের পর দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে'কোরোলিন'ওষুধ নিয়ে মানুষকে বিভ্রান্ত করারচেষ্টা করছে'পতঞ্জলি'। এই অভিযোগেই যোগগুরু রামদেব সহ বেশকয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হল রাজস্থানের জয়পুরে।
রামদেবের বিরুদ্ধে মামলা দায়ের - বাবা রামদেব
যোগগুরু রামদেব সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে FIR দায়ের রাজস্থানের জয়পুরে।
রাজস্থানহাইকোর্টের আইনজীবী বলরাম জাখর (Balram Jakhar)জয়পুরের জ্যোতিনগর থানায় রামদেব,পতঞ্জলিরCEOআচার্য বালকৃষ্ণ, NIMS-এর চেয়ারম্যান বলবীর সিং তোমার সহ বেশকয়েকজনের বিরুদ্ধেFIRদায়েরকরেন। জয়পুরের অ্যাডিশনাল পুলিশ কমিশনার অশোক গুপ্তা বলেন,"অনেকথানাতেই রামদেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে। তবে,আইনজীবী বলরাম জাখর (BalramJakhar)তাঁরবিরুদ্ধেFIRদায়েরকরেছেন। শুধু রামদেবের বিরুদ্ধেই নয়,তাঁর সঙ্গে আরও কয়েকজনের বিরুদ্ধেওFIRদায়ের করেছেন তিনি।"
এপ্রসঙ্গে আইনজীবী বলরাম জাখর বলেন, “জুন মাসের23তারিখ রামদেব একটি সাংবাদিক সম্মেলনকরেন। সেখানে তিনি দাবি করেন যে,কোরোনা নিরাময়ে কোরোলিন নামক একটি ওষুধ তাঁরা তৈরি করেছে। এইওষুধ খাওয়ার ফলে কোরোনা রোগীদের রিপোর্ট তিন দিনের মধ্যে নেগেটিভ আসবে বলেও দাবিকরা হয়। কিন্তু,আয়ুষমন্ত্রালয় ও কেন্দ্রের তরফে বাবা রামদেবের এই দাবি খারিজ করে দেওয়া হয়। এবং এইওষুধ সংক্রান্ত সমস্থ নথি দেখাতে বলা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও নথিই দেখানোহয়নি। এই অভিযোগেই আমিFIRদায়েরকরেছি।”