পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শ্রীনগরে কোরোনায় আক্রান্ত ২ চিকিৎসক

কোরোনা সংক্রমণের হদিশ জম্মু কাশ্মীরের পুলিশ হাসপাতালের দুই চিকিৎসকের। সাময়িক ভাবে বন্ধ করা হল হাসপাতালটি।

By

Published : Jun 7, 2020, 3:03 AM IST

Jammu Kashmir corona
Jammu Kashmir corona

শ্রীনগর, ৬ জুন: জম্মু- কাশ্মীরের পুলিশ হাসপাতালের দুই চিকিৎসক কোরোনায় আক্রান্ত। দুই চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ আসার পরই পুলিশ হাসপাতাল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

শ্রীনগরের বাটামুলা এলাকায় অবস্থিত হাসপাতালটি। গতকাল বিকেলে দুই দন্ত চিকিৎসকের কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। হাপাতালের OPD বিভাগেই বসতেন তাঁরা।

হাসপাতালের চিকিৎসক বিলাল রাজা জানান, ‘’হাসপাতালের অন্যান্য কর্মীদের কোরোনা পরীক্ষা করানো হচ্ছে। অন্যান্য রোগীদের জন্য হাসপাতালের OPD বিভাগ বন্ধ রাখা হয়েছে। সকলের পরীক্ষার রিপোর্ট আসার পরই হাসপাতাল খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সমস্ত নির্দেশিকা মেনেই এখন কাজ করা হচ্ছে।"

উল্লেখ্য, এই হাসপাতালটিতে শুধুমাত্র সেনা জওয়ান ও তাঁদের পরিবারের লোকেরা আসতেন।

জম্মু - কাশ্মীর প্রশাসন সূত্রের খবর, শুক্রবার বিকেল পর্যন্ত উপত্যকায় মোট 3324 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে অ্যাকটিভ কোরোনা রোগীর সংখ্যা 2202 । মৃত্যু হয়েছে 36 জনের।

ABOUT THE AUTHOR

...view details