পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

4 অগাস্টের অবস্থান ফেরাতে একজোট জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলো - জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দল

PDP-র রউফ ভাট দাবি করেন যে BJP এবং RSS তাঁদের দল ভেঙে দিয়েছে । ভাট বলেন, "BJP সরকার জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । তারা মানুষের আবেগ ও অনুভূতি নিয়ে ছেলেখেলা করেছে ।"

৪ অগাস্টের অবস্থান ফেরাতে একজোট জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলো
৪ অগাস্টের অবস্থান ফেরাতে একজোট জম্মু-কাশ্মীরের রাজনৈতিক দলগুলো

By

Published : Aug 25, 2020, 12:15 PM IST

Updated : Aug 25, 2020, 1:17 PM IST

শ্রীনগর, 25 অগাস্ট: এক বছর আগে কেন্দ্রের 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথভাবে দাঁড়ানোর শপথ নিয়েছিল জম্মু ও কাশ্মীরের ছয়টি প্রধান রাজনৈতিক দল । ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ন্যাশনাল কনফারেন্স, PDP ও কংগ্রেসের প্রতিনিধিরা এই সিদ্ধান্তের ব্যাপারে (গুপকার ঘোষণা) তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ৷ এবং কীভাবে তাঁরা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার পুনরুদ্ধার চান, সেটাও জানালেন ।

ন্যাশনাল কনফারেন্সের যুব শাখার প্রদেশ সভাপতি সলমন সাগরের দাবি, দলের সভাপতি ডক্টর ফারুক আবদুল্লার নেতৃত্বে কয়েকদিন ধরে দলের সিনিয়র নেতাদের বৈঠক হচ্ছে ৷ এই বৈঠকের লক্ষ্য উপত্যকার রাজনৈতিক নেতাদের একজোট করা ৷ যাতে জম্মু ও কাশ্মীরের আত্মপরিচয়ের পুনরুদ্ধার করা যায় । সাগর বলেন, "গুপকার ঘোষণার কর্মসূচিতে পাথরের মতো অনড় রয়েছে ন্যাশনাল কনফারেন্স । আমাদের দল সব নেতাদের এক ছাতার তলায় আনছে ৷ যাতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার পুনরুদ্ধার হয় । এতে শুধু আত্মপরিচয় নয়, মানুষের মর্যাদাও ফিরে আসবে ।"

বিতর্কের সময় কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবি মোঙ্গা এবং PDP-র রউফ ভাটও সাগরের বক্তব্যেরই প্রতিধ্বনি করেন ৷ এবং দায়িত্বশীলতার সঙ্গে এই দায়বদ্ধতা পূরণের পথে অগ্রসর হওয়ার উপর জোর দেন । মোঙ্গা বলেন, "আমি ন্যাশনাল কনফারেন্স সভাপতি এবং সাংসদ ডক্টর ফারুক আবদুল্লার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি । এই রাজনৈতিক দায়বদ্ধতাকে নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে ৷ যাতে আমরা একসঙ্গে আরও ভালভাবে মানুষের পরিচয় ও মর্যাদার জন্য লড়তে পারি ।" নেতাদের একবছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি হয়ে থাকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন তিনি । তাঁর কথায়, "মূল ধারার রাজনৈতিক দলগুলির বহু নেতা এখনও আটকে রয়েছেন, যার জন্য আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি ফের চালু করতে পারছি না। ভারতীয় জনতা পার্টির মতো কোনও সুযোগসুবিধা আমাদের দেয়নি জম্মু ও কাশ্মীর প্রশাসন । আমাদের কোনও নিরাপত্তা নেই, গাড়ি নেই । কীভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করব?"

PDP-র রউফ ভাট দাবি করেন যে BJP এবং RSS তাঁদের দল ভেঙে দিয়েছে । ভাট বলেন, "BJP সরকার জম্মু ও কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে । তারা মানুষের আবেগ ও অনুভূতি নিয়ে ছেলেখেলা করেছে । জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের জন্য আমাদের দল ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এবং অন্যান্য মূল ধারার রাজনৈতিক দলগুলোর পাশেই আছে ।" তিনি আরও বলেন, "BJP এবং RSS একসঙ্গে ষড়যন্ত্র করে আমাদের দল ভাঙার চেষ্টা করেছে । জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী একবছরেরও বেশি সময় ধরে আটক । কেন? সরকার অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক পদ্ধতিতে কাজ করছে । আমরা রাজনৈতিকভাবে এর বিরুদ্ধে লড়ব ।"

সাক্ষাৎকারের শেষের দিকে, সাগর 370 এবং 35A ধারার পুনরুদ্ধারে সংসদের সদস্যের ভূমিকার কথা উল্লেখ করেন । সাগর বলেন, "গুলাম নবি আজাদ, আকবর লোনের মতো সাংসদরা, জম্মু-কাশ্মীরের মর্যাদার পক্ষে সংসদে সুন্দরভাবে সওয়াল করেছেন। বিশেষ মর্যাদা পুনরুদ্ধারের লড়াইয়ের পুরো সময়টায় আমাদের তাদের প্রয়োজন । তাদের ইস্তফা চাওয়া বন্ধ করতে হবে জনতাকে । তারা কেন্দ্রে জম্মু ও কাশ্মীরের কণ্ঠস্বর । একটা রাজনৈতিক যুদ্ধ একমাত্র রাজনীতির মঞ্চেই জেতা যেতে পারে ৷ যাদের মধ্যে সবথেকে বড় হল সংসদ ।"

-মহম্মদ জুলকারনেইন জুলফি

Last Updated : Aug 25, 2020, 1:17 PM IST

ABOUT THE AUTHOR

...view details