শ্রীনগর, 25 অগাস্ট: এক বছর আগে কেন্দ্রের 370 ধারা প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে যৌথভাবে দাঁড়ানোর শপথ নিয়েছিল জম্মু ও কাশ্মীরের ছয়টি প্রধান রাজনৈতিক দল । ETV ভারতের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ন্যাশনাল কনফারেন্স, PDP ও কংগ্রেসের প্রতিনিধিরা এই সিদ্ধান্তের ব্যাপারে (গুপকার ঘোষণা) তাঁদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ৷ এবং কীভাবে তাঁরা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার পুনরুদ্ধার চান, সেটাও জানালেন ।
ন্যাশনাল কনফারেন্সের যুব শাখার প্রদেশ সভাপতি সলমন সাগরের দাবি, দলের সভাপতি ডক্টর ফারুক আবদুল্লার নেতৃত্বে কয়েকদিন ধরে দলের সিনিয়র নেতাদের বৈঠক হচ্ছে ৷ এই বৈঠকের লক্ষ্য উপত্যকার রাজনৈতিক নেতাদের একজোট করা ৷ যাতে জম্মু ও কাশ্মীরের আত্মপরিচয়ের পুনরুদ্ধার করা যায় । সাগর বলেন, "গুপকার ঘোষণার কর্মসূচিতে পাথরের মতো অনড় রয়েছে ন্যাশনাল কনফারেন্স । আমাদের দল সব নেতাদের এক ছাতার তলায় আনছে ৷ যাতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার পুনরুদ্ধার হয় । এতে শুধু আত্মপরিচয় নয়, মানুষের মর্যাদাও ফিরে আসবে ।"
বিতর্কের সময় কংগ্রেসের সিনিয়র নেতা গুলাম নবি মোঙ্গা এবং PDP-র রউফ ভাটও সাগরের বক্তব্যেরই প্রতিধ্বনি করেন ৷ এবং দায়িত্বশীলতার সঙ্গে এই দায়বদ্ধতা পূরণের পথে অগ্রসর হওয়ার উপর জোর দেন । মোঙ্গা বলেন, "আমি ন্যাশনাল কনফারেন্স সভাপতি এবং সাংসদ ডক্টর ফারুক আবদুল্লার উদ্যোগকে স্বাগত জানাচ্ছি । এই রাজনৈতিক দায়বদ্ধতাকে নিষ্ঠা ও সততার সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে ৷ যাতে আমরা একসঙ্গে আরও ভালভাবে মানুষের পরিচয় ও মর্যাদার জন্য লড়তে পারি ।" নেতাদের একবছরেরও বেশি সময় ধরে গৃহবন্দি হয়ে থাকা নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন তিনি । তাঁর কথায়, "মূল ধারার রাজনৈতিক দলগুলির বহু নেতা এখনও আটকে রয়েছেন, যার জন্য আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি ফের চালু করতে পারছি না। ভারতীয় জনতা পার্টির মতো কোনও সুযোগসুবিধা আমাদের দেয়নি জম্মু ও কাশ্মীর প্রশাসন । আমাদের কোনও নিরাপত্তা নেই, গাড়ি নেই । কীভাবে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করব?"