শ্রীনগর, 24 সেপ্টেম্বর : অজ্ঞাতপরিচয় একদল আততায়ীর গুলিতে মৃত্যু হল কাশ্মীরের আইনজীবী বাবর কাদরির । আজ সন্ধ্যায় শ্রীনগরের হাওয়াল এলাকায় তাঁকে গুলি করে হত্যা করা হয় । শ্রীনগরের SSP হাসিব মুঘল জানিয়েছেন, “আততায়ীদের গুলিতে গুরুতর জখম হন বাবর কাদরি । সেই অবস্থাতেই তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ।” আততায়ীদের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ ।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ ফারুক জান জানিয়েছেন, বাবর কাদরিকে খুব কাছে থেকে গুলি করা হয়েছে । জম্মু ও কাশ্মীর হাইকোর্টের আইনজীবী ছিলেন কাদরি । আদালতের খুবই পরিচিত মুখ । সম্প্রতি তাঁকে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে সাসপেন্ড করা হয় । সেই সাসপেনশন তোলার আবেদন জানিয়েছিলেন তিনি ।
এদিকে আইনজীবীকে গুলি করে মারার ঘটনায় প্রতিবাদে সরব হয়েছে উপত্যকার রাজনৈতিক দলগুলি । আপনি পার্টির সহসভাপতি গুলাম হাসান মির হত্যার কড়া ভাষায় নিন্দা করেছেন । তাঁর কথায়, এই ধরনের ঘটনা অমানবিক ও বর্বরোচিত ।