দিল্লি, 31 অগাস্ট : কোরোনার জেরে দেশের অর্থনীতিতে ধস ৷ প্রায় 40 বছর পর এভাবে পড়ল ভারতের GDP বৃদ্ধির হার ৷
আজ কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রকের ( MOSPI ) তরফে একটি বিবৃতি জারি করা হয় ৷ বিবৃতিতে জানানো হয়, 2020 - 2021 আর্থিক বছরে ভারতের গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (GDP) গত বছরের দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় কমেছে 23.9% ৷ চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি থেকে মার্চ) মাঝামাঝি সামান্য বেড়েছিল GDP বৃদ্ধির হার ৷ হয়েছিল 3.1 % ৷
2020-2021 আর্থিক বছরে GDP দাঁড়িয়েছে মোট 26.9 লাখ কোটি টাকা ৷ যা 2019-2020 সালে ছিল 35.35 লাখ কোটি টাকা ৷ 2020 - 2021 আর্থিক বছরে কোয়াটারলি গ্রস ভ্যালু 25.53 লাখ কোটি টাকা ৷ যা 2019 - 2020 সালে ছিল 33.08 টাকা ৷ ফলে কোয়াটারলি গ্রস ভ্যালু পড়েছে 22.8 % ৷
বিশেষজ্ঞদের মতে, অর্থনীতিতে এই ধসের প্রধান কারণ হল কোরোনা প্যানডেমিক ৷ দেশব্যাপী কোরোনা প্যানডেমিকের জন্য বাধ্যতামূলক লকডাউনের ফলেই পড়েছে GDP ৷ এর আগে, 1979 সালে GDP পড়েছিল - 5.2 % ৷
তথ্য অনুযায়ী, ভারতের GDP বৃ্দ্ধির হার কমেছিল আগেই ৷ লকডাউনের সময় থেকেই GDP বৃদ্ধির হার কমতে থাকে ৷ সেই সময় বৃদ্ধির হার Q4 FY20 তে ছিল 3.1% ৷