পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 25, 2019, 3:05 PM IST

ETV Bharat / bharat

"লক্ষ্য লিঙ্গসাম্য"; লোকসভায় তিন তালাক বিল পেশ কেন্দ্রের

তিন তালাক বিল লিঙ্গসাম্যকেই প্রতিষ্ঠা করেছে ৷ লোকসভায় তিন তালাক বিল নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ আজ বলেন, লিঙ্গসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই বিল আনা হচ্ছে ৷ তিনি এই বিলটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে মানবিকতা ও সাম্যের নিরিখে বিচার করার আবেদন জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷

লোকসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ

দিল্লি, 25 জুলাই: তিন তালাক বিল লিঙ্গসাম্যকেই প্রতিষ্ঠা করেছে ৷ লোকসভায় তিন তালাক বিল নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ আজ বলেন, লিঙ্গসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যেই বিল আনা হচ্ছে ৷ তিনি এই বিলটিকে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখে মানবিকতা ও সাম্যের নিরিখে বিচার করার আবেদন জানান কেন্দ্রীয় আইনমন্ত্রী ৷ বিরোধীরা এই বিলটিকে সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি তুলেছেন ৷

লোকসভায় তিন তালাক বিল পেশ করে কেন্দ্রীয় আইনমন্ত্রীর বলেন, এই বিল পাশ আসলে নারীদের সমানাধিকার ও ক্ষমতায়নকে প্রতিষ্ঠা করার চেষ্টামাত্র ৷ তিনি বলেন, " আমরা আমাদের মুসলিম বোনেদের উপেক্ষা করতে পারি না ৷"

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের রায়ের অনুবাদ এবার বাংলাতেও

যদিও এই বিলের বিরোধিতায় সরব বিরোধীরা ৷ তাদের দাবি, এই "তিন তালাক" বিল মুসলিমদের শেষ করে ফেলবে ৷ কারণ, যারা তিন তালাক দেবে, বিলে তাদের তিন বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে ৷ লোকসভায় কংগ্রেস সাংসদ কে সুরেশ বলেন, " ওই বিলের ফৌজদারি কারণ দেখিয়ে পুলিশ ও সরকার আইনের অপব্যবহার করতে পারে ৷"

লোকসভায় এই বিল পাশ হয়ে গেলেও রাজ্যসভায় এই বিল পাশের সম্ভাবনা খুবই ক্ষীণ ৷ কারণ, কংগ্রেসের পাশাপাশি BJD, YSR-সহ অন্য বিরোধী দলগুলো মুসলিম সম্প্রদায়ের পুরুষদের কারাদণ্ডের বিরোধিতায় সরব হয়েছে ৷ তাদের দাবি, একটি গার্হস্য্য ইশুতে এমন শাস্তিমূলক বিধান চালু করা যায় না ৷ ফলে সহজে এই বিল রাজ্যসভায় পাশ করতে পারবে না কেন্দ্র ৷ বিরোধীরা এই বিলটিকে সংসদীয় কমিটিতে পাঠানোর দাবি তুলেছেন ৷ সূত্রের খবর, রাজ্যসভায় নীতিশ কুমারের JD(U)-ও এই বিলের বিরোধিতা করতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details