পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন সকাল, নতুন সংকল্প ; আমেথিবাসীকে ধন্যবাদ স্মৃতির - electon

"আমেথির কাছে এটা নতুন সকাল, নতুন সংকল্প ।" আমেথিতে জয়ের পর বললেন স্মৃতি ইরানি ।

স্মৃতি ইরানি

By

Published : May 24, 2019, 10:46 AM IST

আমেথি, 24 মে : তিনবারের সাংসদ রাহুল গান্ধিকে হারানোর পর আমেথিবাসীকে ধন্যবাদ জানালেন স্মৃতি ইরানি । বলেন, "আমেথির কাছে এটা নতুন সকাল, নতুন সংকল্প ।" আমেথিবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন, "আপনারা উন্নয়নের উপর বিশ্বাস রাখুন ও পদ্ম ফুটতে সাহায্য করুন ।"

স্বাধীনতার পর থেকে 16 বার লোকসভা নির্বাচন দেখেছে আমেথি । এর মধ্যে 77 সালে জয়ী হন জনতা পার্টির রবীন্দ্র প্রতাপ সিং ও 98 সালে জয়ী হন BJP-র সঞ্জয় সিং । এছাড়া 13 বারই আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । আমেথি চিরকালই গান্ধি পরিবারের গড় বলেই পরিচিত । 1980 সালে সঞ্জয় গান্ধি জেতেন ওই আসনে । এরপর ওই আসন থেকে পরপর তিনবার সাংসদ হন রাজীব গান্ধি । তাই এখান থেকে লড়াই করাটা কংগ্রেসের যে কারও কাছেই প্রেস্টিজ ফাইট।

সেই ধারা বজায় রেখেই 2004 সালে আমেথি থেকে সাংসদ হন রাহুল । 2009 সালেও বড় ব্যবধানে জয়ী হন । 2014 সালে যখন দেশজুড়ে মোদি ঝড়, তখনও আমেথি নিজেদের দখলে রেখেছিল কংগ্রেস । হেরেছিলেন স্মৃতি ইরানি । কিন্তু, এবার আর হল না । প্রেস্টিজ ফাইটে হার হল রাহুলের। প্রায় 21 বছর পর আমেথিতে ফুটল পদ্ম ।

জেতার পর আমেথিবাসীকে ধন্যবাদ জানাতে ভোলেননি স্মৃতি ইরানি । পাশাপাশি, কেরালা ও পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় যেসব BJP কর্মীর মৃত্যু হয়েছে, এই জয় তাদের উৎসর্গ করেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details