পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রে BJP-র সঙ্গে সরকার গঠনের সিদ্ধান্ত অজিতের ব্যক্তিগত, টুইট শরদের

মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷

শরদ পাওয়ার

By

Published : Nov 23, 2019, 9:56 AM IST

Updated : Nov 23, 2019, 11:23 AM IST

মুম্বই, 23 নভেম্বর : দলের সিদ্ধান্ত নয় ৷ মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ টুইট করে একথা বললেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার ৷

আজ সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন NCP নেতা অজিত পাওয়ার ৷ তারপরই প্রশ্ন ওঠে, মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কি BJP-র সঙ্গে হাত মেলালেন শরদ পাওয়ার ?

NCP সুপ্রিমো তারপরই টুইট করে জানিয়ে দেন, মহারাষ্ট্রে BJP-র সঙ্গে জোট করে সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি তাঁর দল NCP ৷ এই সিদ্ধান্ত অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ অজিত পাওয়ারের এই সিদ্ধান্তকে তাঁরা সমর্থন করছেন না বলেও টুইটে স্পষ্ট করে দেন শরদ পাওয়ার ৷ একইসঙ্গে তিনি বলেন, ভাইপো অজিত পাওয়ারের এই সিদ্ধান্ত সম্পর্কে সকাল 7টার সময় জানতে পেরেছেন ৷ তার আগে কিছুই জানতেন না তিনি ৷

শরদ পাওয়ারের এই টুইটের পর প্রশ্ন উঠছে, তাহলে NCP বিধায়করা কি এই সরকারকে সমর্থন করবে না ? কতজন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে সরকারের সমর্থনে রয়েছেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ৷ 288 আসনের মহারাষ্ট্র বিধানসভায় BJP জিতেছে 105টি আসন ৷ শিবসেনার দখলে 56টি আসন ৷ NCP-র রয়েছে 54 জন বিধায়ক ৷ এবং কংগ্রেস পেয়েছে 44টি আসন ৷ সরকার গড়তে প্রয়োজন 145 জন বিধায়কের সমর্থন ৷ সেক্ষেত্রে NCP-র 40 জন বিধায়ক BJP-কে সমর্থন না করলে কী হবে, সেই প্রশ্ন উঠছে ৷ সাড়ে চারটের সময় NCP-র বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছেন শরদ পাওয়ার ৷ সূত্রের খবর, 15 জন NCP বিধায়ক অজিত পাওয়ারের সঙ্গে রয়েছেন ৷ BJP-র দাবি, NCP-র 54 জন বিধায়কের সমর্থনই রয়েছে অজিত পাওয়ারের সঙ্গে ৷

Last Updated : Nov 23, 2019, 11:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details