দিল্লি, 9 অগাস্ট : জম্মু-কাশ্মীর ইশুতে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করলেও এতদিন প্রত্যাঘাত করেনি ভারত ৷ এবার ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের৷
শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" অন্য দেশের কাছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে উল্লেখ করেন রবীশ ৷
বুধবার পাকিস্তানের তরফ থেকে ভারতীয় হাই-কমিশনারকে ফিরে যেতে বলা হয়েছিল । দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে তারা । নিজেদের মনোনীত হাই-কমিশনারকেও ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ । সমঝোতা এক্সপ্রেস সাময়িক ভাবে বন্ধ করেছে পাকিস্তান, আজকের (শুক্রবার) খবর অনুযায়ী বন্ধ হতে চলেছে থর এক্সপ্রেসও । ট্রেনের পর কোপ এবার বাস পরিষেবায় ৷ পাকিস্তান থেকে ভারতে বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হল বলে জানান সে দেশের মন্ত্রী মুরাদ সৈয়দ ৷ পাকিস্তানে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে ভারতীয় সিনেমার উপরেও ৷ এরই মাঝে কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করা নিয়ে ইসলামাবাদকে কঠোর বার্তা দিল দিল্লি ৷ রবীশ বললেন, "অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করাটা এবার পাকিস্তানের বন্ধ করা উচিত৷ রাজ্যের মর্যাদা খুইয়ে জম্মু-কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, এই বাস্তবটা পাকিস্তানের মেনে নেওয়া উচিত ।"