পশ্চিমবঙ্গ

west bengal

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান, ফের কড়া বার্তা দিল্লির

By

Published : Aug 9, 2019, 5:32 PM IST

Updated : Aug 9, 2019, 10:31 PM IST

"জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের ৷

অন্য দেশের বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুক পাকিস্তান, ফের কড়া বার্তা দিল্লির

দিল্লি, 9 অগাস্ট : জম্মু-কাশ্মীর ইশুতে পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক হ্রাস করলেও এতদিন প্রত্যাঘাত করেনি ভারত ৷ এবার ইসলামাবাদকে এ বিষয়ে কড়া বার্তা দিল্লির বিদেশমন্ত্রকের৷

শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বললেন, "জম্মু-কাশ্মীর ইশুতে বাস্তবটা ইসলামাবাদের মেনে নেওয়া উচিত ৷ দিল্লির সিদ্ধান্ত নিয়ে বারবার পাকিস্তানের মাথা গলানো বরদাস্ত করা হবে না ৷" অন্য দেশের কাছে কাশ্মীর নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট করা হয়েছে বলে উল্লেখ করেন রবীশ ৷

বুধবার পাকিস্তানের তরফ থেকে ভারতীয় হাই-কমিশনারকে ফিরে যেতে বলা হয়েছিল । দু’দেশের মধ্যে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করে তারা । নিজেদের মনোনীত হাই-কমিশনারকেও ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ । সমঝোতা এক্সপ্রেস সাময়িক ভাবে বন্ধ করেছে পাকিস্তান, আজকের (শুক্রবার) খবর অনুযায়ী বন্ধ হতে চলেছে থর এক্সপ্রেসও । ট্রেনের পর কোপ এবার বাস পরিষেবায় ৷ পাকিস্তান থেকে ভারতে বাস পরিষেবাও বন্ধ করে দেওয়া হল বলে জানান সে দেশের মন্ত্রী মুরাদ সৈয়দ ৷ পাকিস্তানে নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে ভারতীয় সিনেমার উপরেও ৷ এরই মাঝে কাশ্মীরের মতো স্পর্শকাতর বিষয়ে হস্তক্ষেপ করা নিয়ে ইসলামাবাদকে কঠোর বার্তা দিল দিল্লি ৷ রবীশ বললেন, "অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বার বার হস্তক্ষেপ করাটা এবার পাকিস্তানের বন্ধ করা উচিত৷ রাজ্যের মর্যাদা খুইয়ে জম্মু-কাশ্মীর এখন কেন্দ্রশাসিত অঞ্চল, এই বাস্তবটা পাকিস্তানের মেনে নেওয়া উচিত ।"

কাশ্মীর ইশুতে আন্তর্জাতিক মহলেও চলছে পর্যালোচনা ৷ রাষ্ট্রসংঘের পথেই ভারত এবং পাকিস্তানকে সংযম রক্ষা করে চলার আহ্বান জানাল অ্যামেরিকা ৷ রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের পথেই হাঁটল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৷ 370 ধারা রদ হওয়ার পরেও কাশ্মীর প্রশ্নে অ্যামেরিকার নীতিতে কোনওরকম পরিবর্তন হয়নি । আজ স্পষ্ট জানিয়ে দিল হোয়াইট হাউস ।

অন্যদিকে, পাকিস্তানে ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা জারির পরিপ্রেক্ষিতে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছে৷ তাতে বলা হয়েছে, পাকিস্তানি শিল্পীদের (অভিনয় কিংবা সংগীত দুই ক্ষেত্রেই ) সম্পূর্ণভাবে বয়কট করতে হবে৷ কূটনৈতিক, বাণিজ্যিক ও দ্বিপাক্ষিকক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করতে আবেদন জানানো হয়েছে ওই বিবৃতিতে ।

গতকালই নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে বক্তৃতায় বলেন, জম্মু-কাশ্মীরে দিল্লির মডেলেই থাকছে বিধানসভা । নতুন সরকার গঠনের জন্য খুব তাড়াতাড়িই সেখানে ভোট হবে বলে আশ্বাস দেন তিনি ৷ জম্মু-কাশ্মীরে সারা বিশ্বের পরিচালকরা শুটিং করতে আসবেন, কাশ্মীরকে আরও বেশি করে সিনেমার ক্ষেত্রে কাজে লাগানো হোক, বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী ৷

Last Updated : Aug 9, 2019, 10:31 PM IST

ABOUT THE AUTHOR

...view details