সিবিআই এক গুরুত্বপূর্ণ সংস্থা যার ওপর নিজস্ব ক্ষমতা ও বল প্রয়োগ করে দুর্নীতি নিয়ন্ত্রণের গুরুদায়িত্ব রয়েছে । তারা নিজেরাই দুর্নীতির অভিযোগে জর্জরিত! এটা নিন্দুকদের আনা কোনও অভিযোগ নয়, তেতো এই সত্যিটা সংস্থা নিজেই যাচাই করে দেখেছে । আট পৃষ্ঠার এফআইআরে সিবিআই স্পষ্ট বলেছে, তাদের নিজেদের অফিসাররা ব্যাঙ্ক প্রতারণায় যুক্ত কিছু কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছে এবং অবৈধভাবে তাদের সাহায্য করেছে । চার্জশিট দাখিল হয়েছে চারজন সিবিআই অফিসার, যার মধ্যে দুই ডিএসপি এবং কয়েকজন আইনজীবী সহ কতিপয় ব্যক্তির বিরুদ্ধে । সংক্রান্তির দিন 14 জায়গায় তাদের অফিসে সিবিআই ব্যাপক তল্লাশি চালায় । এর মধ্যে রয়েছে দিল্লি, গাজিয়াবাদ, নয়ডা, মিরাট ও কানপুর । সিবিআই ইন্সপেক্টর কপিল ধনকড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি গুরুত্বপূর্ণ তথ্য পাচারের জন্য উচ্চপদস্থ ব্যক্তিদের থেকে বেশ কয়েক দফায় 16 লাখ টাকা নিয়েছেন । দুই ডিএসপি দুজন আইনজীবীর কাছ থেকে 15 লাখ টাকা করে নিয়েছেন । তার সঙ্গে যে মিডলম্যানরা গোটা বিষয়টা করেছিল, তাদের দেওয়া টাকা সংক্রান্ত নথি থেকেই স্পষ্ট, আমাদের সিস্টেমের মধ্যে দুর্নীতির সংস্কৃতি কতটা গভীরভাবে গেঁথে রয়েছে । লাখ লাখ টাকা যেভাবে হাতবদল হচ্ছে, তাতে দেশের সম্মান ধুলোয় লুটোচ্ছে এবং আরও মামলার তদন্ত প্রভাবিত হওয়ার সম্ভাবনা চমকে দেওয়ার মতো বেড়ে চলেছে ।
সাতান্ন বছর আগে ‘অল ফুলস ডে’ (1 এপ্রিল)-তে তৈরি হয়েছিল সেন্ট্রাল বিওরো অফ ইনভেস্টিগেশন । শাসনের যন্ত্র হিসাবে তার মানের ক্রমশ অবনতি হয়েছে এবং ইন্দিরা গান্ধির সময়ে তা দুর্নীতিতে ভরে যায় । বহুবার আদালত বলেছে, এই সংস্থা কেন্দ্র সরকারের খাঁচাবন্দি তোতায় পরিণত হয়েছে । যদিও সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সিবিআইকে শক্তিশালী তদন্তকারী সংস্থা হিসেবে উঠে আসতে হবে, যার ওপর রাজনৈতিক প্রভাব কাজ করবে না । কাজের মাধ্যমেই সবার প্রশংসার যোগ্য হয়ে উঠতে হবে । কিন্তু সংস্থার উন্নতির কোনও লক্ষণ দেখা যাচ্ছে না । রাজনৈতিক চাপ ও অন্যান্য কারণে বহু মামলা হারিয়ে যায় । অনেকেই মনে করেন, নেতাদের হস্তক্ষেপ ছাড়া, ব্যাপক দুর্নীতিও বর্তমান দুরবস্থার প্রধান কারণ ।
আরও পড়ুন :দক্ষিণের রাজ্যগুলিতে অস্বাভাবিক বৃষ্টির জন্য দায়ি 'লা নিনা' আদতে কী ?
সিবিআই গর্বিতভাবে দাবি করে যে সততা, পরিশ্রম, নিরপেক্ষতা হল তাদের তিনটি নীতি!
সিবিআই রাজনৈতিক নেতাদের সুরে সুর মেলানোর জন্য সুপরিচিত এবং বারংবার নির্লজ্জভাবে নিজেদের মেরুদণ্ডহীন বলে প্রমাণ করেছে । দু’বছর আগে অলোক ভার্মা এবং রাকেশ আস্থানার সংঘাত পুরো সংস্থাকেই ঝাঁকিয়ে দিয়েছিল । সেইসময় আস্থানী একটি বিশেষ তদন্তকারী দলের নেতৃত্ব দিচ্ছিলেন, যারা মইন কুরেশি নামে এক মাংস-ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত করছিল । সিবিআই অলোক ভার্মার নেতৃত্বে একটি এফআইআর দায়ের করে, তখন দু’মাসের মধ্যে তাঁর অবসর নেওয়ার কথা । মোদ্দা কথায়, দুর্নীতির মামলায় প্রধান কালপ্রিট হলেন আস্থানা স্বয়ং, যিনি স্পেশাল ডিরেক্টরের ক্ষমতাবলে কলকাঠি নাড়ছিলেন! সতীশ নামে এক ব্যক্তির জবানবন্দি তোলপাড় ফেলে দেয়, যেখানে তিনি বলেন সিবিআইয়ের জাল থেকে বেরোনোর জন্য তিনি ৩ কোটি টাকা দিলেও অফিসাররা তাঁকে হয়রান করছেন । গত মার্চে রাকেশ আস্থানাকে সিবিআই ক্লিনচিট দেওয়ার পর বিশেষ আদালত মামলাটি খারিজ করে, এবং এই সংঘাত সরকারিভাবে শেষ হয় । অভিযোগ ছিল, ঘুষ দেওয়া হয়েছে এবং আরও ঘুষ চাওয়া হয়েছে । তবুও কাউকেই দোষী প্রমাণ করা যায়নি!