বেঙ্গালুরু, 25 সেপ্টেম্বর : পরিকল্পনা ছিল 6 মাসের । সেটা ক্রমশ বাড়তে বাড়তে পাঁচবছর হয়ে গেল । পাঁচবছর ধরে মঙ্গলের কক্ষপথে সাফল্যের সঙ্গে প্রদক্ষিণ করছে ভারতের মঙ্গলযান । সেটি আরও কিছুদিন কক্ষপথে থাকবে বলে জানিয়েছেন ISRO-র প্রধান কে শিভান ।
এই বিষয়ে ISRO-র প্রধান কে শিভান বলেন, "এখনও মঙ্গলযান সক্রিয় । একের পর এক ছবি পাঠিয়ে চলেছে সে । মঙ্গলযানের পাঠানো তথ্য এবং ছবি থেকেই আমরা জানতে পেরেছি মঙ্গলের ধুলোর ঝড় কয়েকশো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তার ঘটাতে পারে ।" তিনি আরও জানান, আরও এক বছর অনায়াসে মঙ্গলের কক্ষপথে কাটিয়ে দিতে পারবে যানটি ।
ISRO-র তরফে জানানো হয়েছে, এই পাঁচ বছরে মঙ্গলের প্রায় হাজারখানেক ছবি পাঠিয়েছে মঙ্গলযান । ISRO জানিয়েছে, ফোবস ও ডেইমোসের নামে মঙ্গলের দুটি চাঁদ রয়েছে । সেই দুটি চাঁদেরই ছবি পাঠিয়েছে মঙ্গলযান । মঙ্গলযানের পাঠানো তথ্যের উপর নির্ভর করেই 23টি জার্নাল প্রকাশ করেছে ISRO । অথচ প্রথমে 6 মাস যানটিকে মঙ্গলের কক্ষপথে টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ ছিল । সেই ছয় মাস পার করে পাঁচ বছরে পা দিল মঙ্গলযান ।
মঙ্গলযান-2 নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ISRO প্রধান । তবে এখনই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে স্পষ্ট করেছেন তিনি । মঙ্গলযান অত্যন্ত কম খরচে তৈরি করা হয়েছিল । হলিউডের গ্র্যাভিটি সিনেমার থেকেও কম খরচে তৈরি হয়েছিল যানটি । খরচ হয়েছিল মাত্র 450 কোটি টাকা ।