পশ্চিমবঙ্গ

west bengal

গ্লোবাল স্পেশ ইকোনমিতে বড় মাত্রায় অংশগ্রহণ করবে ভারত, দাবি শিবনের

আজ ETV ভারতের সঙ্গে কথা বলেন কে শিবন ৷ জানান, এই সিদ্ধান্তের ফলে গ্লোবাল স্পেস ইকোনমিতে ভারতের অবদানের পরিমাণ আরও বাড়বে ৷

By

Published : Jun 25, 2020, 11:20 PM IST

Published : Jun 25, 2020, 11:20 PM IST

ISRO Chief K Sivan
ফাইল ফোটো

গ্লোবাল স্পেশ ইকোনমিতে বড় মাত্রায় অংশগ্রহণকরবে ভারত,দাবিশিবনের

দিল্লি, 25 জুন : ভারতের মহাকাশ অভিযানে এখন থেকে অংশ নিতে পারবে বিভিন্ন বেসরকারি সংস্থা ৷ গতকাল একথা জানান ISRO-র চেয়ারম্যান কে শিবন ৷ এরপরেই আজ ETV ভারতের সঙ্গে কথা বলেন তিনি ৷ জানান, এই সিদ্ধান্তের ফলে গ্লোবাল স্পেস ইকোনমিতে ভারতের অবদানের পরিমাণ আরও বাড়বে ৷

ETV ভারতের সঙ্গে ফোনে কথা বলার সময় কে শিবন বলেন, "গ্লোবাল স্পেস ইকোনমিতে 360 বিলিয়ন ডলারের বিনিয়োগ করা হয়েছে ৷ আর তাতে ভারতের পরিমাণ মাত্র 3 শতাংশ ৷ তাই বিভিন্ন বেসরকারি সংস্থা অংশীদার হলে এই পরিমাণটা আরও বাড়বে ৷ " একইসঙ্গে ISRO-র চেয়ারম্যান বলেন, "যেহেতু মহাকাশ বিজ্ঞানের প্রয়োজনীয়তা বাড়ছে তাই এখন ISRO-র একার পক্ষে কাজ করা সম্ভব নয় ৷ তাই বেসরকারি সংস্থাগুলির সাহায্য প্রয়োজন ৷"

ETV ভারতের সঙ্গে কে শিবনের সাক্ষাতকার

গতকাল দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় কে শিবন বলেন, "এখন থেকে মহাকাশ অভিযানের জন্য রকেট তৈরি, স্যাটেলাইট ও উৎক্ষেপণ সহযোগী অন্যান্য যন্ত্র তৈরিতেও যোগ দিতে পারবে বেসরকারি সংস্থাগুলো ৷"

কোরোনার প্রভাব থেকে যে ISRO রেহাই পায়নি তাও ETV ভারতকে জানান কে শিবন ৷ তিনি জানান, কোরোনার জেরে সমস্ত মিশনের কাজ স্থগিত রাখা হয়েছে ৷ কবে সেগুলি ফের চালু করা হবে তার সম্ভাব্য তারিখও ঠিক হয়নি ৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই আমরা মিশনগুলিকে গুরুত্ব দেব ৷

ABOUT THE AUTHOR

...view details