পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

FATF বৈঠকে কোণঠাসা পাকিস্তান, অতিধূসর তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা

সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় FATF- র রোষের মুখে পড়েছে পাকিস্তান ৷ 27 টির মধ্যে মাত্র 6টি ক্ষেত্রে নিজের অবস্থান প্রমাণ করতে পেরেছে পাকিস্তান ৷ তাই অতিধূসর তালিকাভুক্ত করা হতে পারে এই দেশকে ৷

ছবি

By

Published : Oct 15, 2019, 8:20 PM IST

Updated : Oct 16, 2019, 2:15 PM IST

প্যারিস, 15 অক্টোবর : ফিনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (FATF)-র বৈঠকে কার্যত কোণঠাসা পাকিস্তান ৷ কারণ হিসেবে উঠে আসছে সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করা ৷ তাই অতিধূসর তালিকাভুক্ত করা হতে পারে পাকিস্তানকে ৷ আগামী 18 অক্টোবর এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে FATF ৷

সন্ত্রাসদমনে প্রয়োজনীয় পদক্ষেপ না করায় FATF- র রোষের মুখে পড়েছে পাকিস্তান ৷ 27 টির মধ্যে মাত্র 6টি ক্ষেত্রে নিজের অবস্থান প্রমাণ করতে পেরেছে পাকিস্তান ৷

সন্ত্রাসবাদে অর্থ জোগান রুখতে, অর্থনৈতিক তছরুপ ও বিশ্ব অর্থনীতিতে নানা সংকটজনক পরিস্থিতি খতিয়ে দেখতে ১৯৮৯ সালে FATF প্রতিষ্ঠিত হয় ৷ গতবছর জুনে প্যারিসের এই নজরদারি সংস্থাটি পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে ৷ একইসঙ্গে চলতি বছর অক্টোবরের মধ্যে সন্ত্রাসবাদ রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সময় দেয় । পাশাপাশি সতর্কবার্তা ছিল, পাকিস্তান যদি প্রয়োজনীয় পদক্ষেপ করতে না পারে তাহলে ইরান এবং উত্তর কোরিয়ার সঙ্গে সে দেশকে কালো তালিকাভুক্ত করা হতে পারে ৷

কালো তালিকা এবং ধূসর তালিকার মাঝামাঝি অবস্থান অতিধূসর তালিকা । যার অর্থ দেশটির প্রতি একটি কড়া সতর্কবার্তা জারি করা, যাতে ওই দেশ নিজেদের অবস্থানের উন্নতির শেষ সুযোগ পায় ৷

পাকিস্তান যদি ধূসর তালিকাতেই থাকে বা অতিধূসর তালিকার অন্তর্ভুক্ত হয়ে যায় সেক্ষেত্রে IMF, বিশ্বব্যাঙ্ক বা ইউরোপীয় ইউনিয়ন থেকে আর্থিক সহায়তা পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে । একেই পাকিস্তানে অর্থনীতির দশা বেহাল ৷ এরপর FATF একঘরে করে দিলে মারাত্মক চাপে পড়তে চলেছে এই দেশ ৷

Last Updated : Oct 16, 2019, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details