পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ISIS ভারতের 12টি রাজ্যে সর্বাধিক সক্রিয় - সুন্নি জেহাদী

স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিশন রেড্ডি জানান, "সাইবারস্পেসে নিরাপত্তা সংস্থাগুলি কড়া নজর রাখছে এবং উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে । কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে সবথেকে বেশি সক্রিয় রয়েছে ইসলামিক স্টেটস । শুধুমাত্র তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু থেকেই ISIS জঙ্গিযোগে 17 টি ঘটনা সামনে এসেছে । এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 122 জন সন্দেহভাজন ।

ISIS
ISIS

By

Published : Sep 16, 2020, 9:48 PM IST

দিল্লি, 16 সেপ্টেম্বর : ISIS-এর প্রভাব বাড়ছে দেশের 12টি রাজ্যে । এই রাজ্যগুলিতে সুন্নি জেহাদীর দল সক্রিয় হয়ে উঠছে । কয়েক বছর আগে তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ুতে ইরান এবং সিরিয়ার জঙ্গিদের যোগসূত্র পেয়েছিল গোয়েন্দা বিভাগ । এবার মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও মিলেছে জঙ্গীদের যোগসূত্র ।

2014 সাল থেকে চলছে সিরিয়া ও ইরাকে ISIS-এর আধিপত্য । বাংলাদেশ, মালি, সোমালিয়া এবং ইজিপ্টেও জাল বিছিয়ে রেখেছে এবং অন্যান্য জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও আলকায়দার সঙ্গে যোগসূত্র রেখে চলছে কাজকর্ম । বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে ভারতে ছড়িয়ে দিচ্ছে তাঁদের চিন্তাভাবনা । দেশের বিভিন্ন রাজ্য থেকে যোগ দেওয়ার ঘটনাও নজরে পড়েছে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থার । রাজ্যসভায় BJP সাংসদ বিনয় পি সহস্রবুদ্ধের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জি কিশন রেড্ডি ISIS সম্পর্কিত এই তথ্য দেন ।

স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিশন রেড্ডি জানান, "সাইবারস্পেসে নিরাপত্তা সংস্থাগুলি কড়া নজর রাখছে এবং উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে । কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে সবথেকে বেশি সক্রিয় রয়েছে ইসলামিক স্টেটস । শুধুমাত্র তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু থেকেই ISIS জঙ্গিযোগে 17 টি ঘটনা সামনে এসেছে । এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 122 জন সন্দেহভাজন ।

ইসলামিক স্টেট, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ত, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া, দায়েশ, ইসলামিক স্টেট ইন খোরাসান প্রভিন্স, ISIS ওয়ালিয়ৎ খোরাসান, ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড শাম খোরাসানের মতো সংগঠনগুলির ইস্তাহার এগুলিকে জঙ্গি সংগঠন হিসাবে প্রমাণ করে । ভারতের অনৈতিক কার্যকলাপ দমন আইন, 1967 -এর তালিকাভুক্ত করা হয়েছে এই সংগঠনগুলিকে ।

কিন্তু এই সংগঠনগুলি নিজেদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য টাকা পাচ্ছে কীভাবে ? বিদেশি পুঁজি কী বিনিয়োগ করা হয়েছে সংস্থাগুলিতে ? জঙ্গিদের হাতে যে বিদেশি পুঁজি আসছে, তা স্বীকার করে নিয়েছেন জি কিশন রেড্ডি । তবে কোন দেশ থেকে পুঁজি আসছে, সে-বিষয়ে কিছু বলতে চাননি স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী । তবে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই ধরনের জঙ্গি কার্যকলাপের পিছনে পাকিস্তানের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে ।

প্রসঙ্গত, 2014 সালের অগাস্ট মাস থেকে ইরাকে অবস্থিত ISIS-এর জঙ্গি ঘাঁটিগুলিতে আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে অ্যামেরিকা ও ইরান । তারপর থেকে অ্যামেরিকার সঙ্গে জোটবদ্ধ 14 টি দেশ ইরাক ও সিরিয়ার জঙ্গিঘাঁটিগুলিতে হানা দিয়েছে । এর মধ্যে রয়েছে স্থামীয় খুরশিদ ও আরব বাহিনীও । একের পর এক হামলায় ISIS-এর বেশ কয়েকজন জঙ্গি নেতা নিকেশ হয়েছে । অনেক এলাকা যেগুলি ISIS -এর শক্তিশালী ঘাঁটি বলে পরিচিত ছিল, সেগুলি জঙ্গিমুক্তি করা সম্ভব হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details