দিল্লি, 16 সেপ্টেম্বর : ISIS-এর প্রভাব বাড়ছে দেশের 12টি রাজ্যে । এই রাজ্যগুলিতে সুন্নি জেহাদীর দল সক্রিয় হয়ে উঠছে । কয়েক বছর আগে তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ুতে ইরান এবং সিরিয়ার জঙ্গিদের যোগসূত্র পেয়েছিল গোয়েন্দা বিভাগ । এবার মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরেও মিলেছে জঙ্গীদের যোগসূত্র ।
2014 সাল থেকে চলছে সিরিয়া ও ইরাকে ISIS-এর আধিপত্য । বাংলাদেশ, মালি, সোমালিয়া এবং ইজিপ্টেও জাল বিছিয়ে রেখেছে এবং অন্যান্য জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও আলকায়দার সঙ্গে যোগসূত্র রেখে চলছে কাজকর্ম । বিভিন্ন সোশাল মিডিয়ার মাধ্যমে ভারতে ছড়িয়ে দিচ্ছে তাঁদের চিন্তাভাবনা । দেশের বিভিন্ন রাজ্য থেকে যোগ দেওয়ার ঘটনাও নজরে পড়েছে কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থার । রাজ্যসভায় BJP সাংসদ বিনয় পি সহস্রবুদ্ধের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী জি কিশন রেড্ডি ISIS সম্পর্কিত এই তথ্য দেন ।
স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিশন রেড্ডি জানান, "সাইবারস্পেসে নিরাপত্তা সংস্থাগুলি কড়া নজর রাখছে এবং উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে । কেরালা, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীরে সবথেকে বেশি সক্রিয় রয়েছে ইসলামিক স্টেটস । শুধুমাত্র তেলাঙ্গানা, কেরালা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও তামিলনাড়ু থেকেই ISIS জঙ্গিযোগে 17 টি ঘটনা সামনে এসেছে । এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 122 জন সন্দেহভাজন ।