দিল্লি, 3 ফেব্রুয়ারি : দেশের অর্থনীতিকে 5 ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়া লক্ষ্য ৷ সেই লক্ষ্যে এবারের বাজেটে একাধিক পদক্ষেপ করা হয়েছে ৷ তবে স্বাস্থ্যে গতবারের চেয়ে এবারের বরাদ্দ বেড়েছে 2352 কোটি টাকা ৷ 2020-21 সালের জন্য স্বাস্থ্য খাতে বাজেটে বরাদ্দ করা হয়েছে 65 হাজার 11 কোটি টাকা ৷ 2019-20 আর্থিক বছরে যা ছিল 62 হাজার 659 কোটি টাকা ৷
শতাংশের হিসেবে দেখলে স্বাস্থ্যে 4 শতাংশ বরাদ্দ বেড়েছে ৷ কিন্তু, বাস্তব বিবেচনা করলে খুব একটা বাড়েনি ৷ স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের সবচেয়ে বড় প্রকল্প ন্যাশনাল হেলথ স্কিম ৷ এই প্রকল্পে স্বাস্থ্য খাতের প্রায় অর্ধেক বরাদ্দ করা হয় ৷ কিন্তু, এবারের বাজেটে ন্যাশনাল হেলথ স্কিমে বরাদ্দ আগের বছরের সমান রয়েছে ৷ ন্যাশনাল হেলথ স্কিমে বরাদ্দ করা হয়েছে 33 হাজার 400 কোটি টাকা ৷
দেশের গরিবদের স্বাস্থ্য বিমার জন্য 2018 সালের 25 সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত চালু করে কেন্দ্র ৷ এই প্রকল্পের দুটি ভাগ ৷ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (PMJAY) এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারস (HWC) ৷ 2020-21 সালে PMJAY-র জন্য প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে 6 হাজার 400 কোটি টাকা ৷ গতবছরের বাজেটেও এই পরিমাণ বরাদ্দ করা হয়েছিল ৷ কিন্তু, তার মাত্র 50 শতাংশ ব্যবহৃত হয় ৷
বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা PMJAY ৷ আর এই বিমায় গড়ে একজন সুবিধাপ্রাপকের জন্য বছরে 128 টাকা বরাদ্দ করা হয়েছে ৷ অন্যদিকে, সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিম নামে আর একটি বিমায় প্রত্যেক সুবিধাপ্রাপকের জন্য বরাদ্দ 8 হাজার 700 টাকা ৷
PMJAY পুনরুজ্জীবনের প্রয়োজনীয়তা অনুভব করেছে কেন্দ্র ৷ বর্তমানে এই বিমার আওতায় 20 হাজারের বেশি হাসপাতাল রয়েছে ৷ যেসব জেলায় আয়ুষ্মান ভারতের আওতায় কোনও হাসপাতাল নেই, সেখানে PPP মডেলে হাসপাতালের কথা বাজেটে বলা হয়েছে ৷ সেজন্য প্রাইভেট সেক্টরকে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে বাজেট প্রস্তাবনায় ৷ বিদেশি চিকিৎসা সরঞ্জামের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে ৷ এখান থেকে অতিরিক্ত আয়ও এই প্রকল্পে ব্যবহার করা হতে পারে ৷