অযোধ্যা, 20 অগাস্ট : 5 অগাস্ট হয়েছিল ভূমিপুজো । আর এবার অযোধ্যায় শুরু হল রামমন্দিরের নির্মাণকাজ । আজ সেখানকার মাটি পরীক্ষা করে দেখেন ইঞ্জিনিয়াররা ।
প্রাচীন পদ্ধতিতেই রামমন্দির তৈরি হবে বলে জানানো হয়েছে । টুইট করে জানিয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট । ভূমিকম্প, ঝড়বৃষ্টি ও অন্য প্রাকৃতিক দুর্যোগে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেভাবেই গড়ে তোলা হচ্ছে এই মন্দির ।
টুইটারে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, “মন্দির নির্মাণে লোহা ব্যবহার করা হবে না । তার বদলে তামার পাত ব্যবহার করা হবে । মন্দিরটি তৈরিতে 18 ইঞ্চি লম্বা, 30 মিলিমিটার চওড়া এবং 30 মিলিমিটার পুরু 10 হাজার তামার পাতের প্রয়োজন হবে । দেশজুড়ে শ্রীরামভক্তদের অনুরোধ, আপনারা এই তামার পাত মন্দিরের ট্রাস্টে দান করুন ।"
5 অগাস্ট রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষে অযোধ্যায় আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল, RSS প্রধান মোহন ভাগবতও উপস্থিত ছিলেন সেদিনের অনুষ্ঠানে ।