দিল্লি, 1 জানুয়ারি : বছরের প্রথম দিন থেকেই দাম বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের । IOC (ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন) তাদের ওয়েবসাইটে গতকাল ভরতুকিহীন গ্যাসের নতুন দামের তালিকা প্রকাশ করে ।
নতুন বছরের শুরুতেই বাড়ল গ্যাসের দাম - ইনডেন
বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম । কলকাতায় সিলিন্ডারপিছু দাম বাড়ছে 21 টাকা 50 পয়সা । বর্তমানে গ্রাহকপিছু (গার্হস্থ্য) বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ।
ফাইল ছবি
IOC-র প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, কলকাতায় সিলিন্ডারপিছু দাম বাড়ছে 21 টাকা 50 পয়সা । দিল্লি, মুম্বই ও চেন্নাইতে দাম বেড়েছে যথাক্রমে 19 টাকা, 19 টাকা 50 পয়সা ও 20 টাকা ।
বর্তমানে সরকারের তরফে প্রত্যেক গ্রাহককে (গার্হস্থ্য) বছরে 14.2 কেজি ওজনের 12টি সিলিন্ডারের জন্য ভরতুকি দেওয়া হয় ।