মুম্বই, 9 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ শিবসেনার । এই বিল এনে হিন্দু-মুসলিমের মধ্যে অদৃশ্য বিভাজনের চেষ্টা হচ্ছে । শুধুমাত্র হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া মানে দেশে এক ধর্মযুদ্ধের ইঙ্গিত দেওয়া । শিবসেনার মুখপত্র 'সামনা'তে একথাই স্পষ্টভাবে বলা হয়েছে ।
এবার মহারাষ্ট্রে চূড়ান্ত অসফল BJP- শিবসেনা জোট । দীর্ঘ নাটকের পর NCP ও কংগ্রেসের সঙ্গে জোট করে ক্ষমতায় আসে শিবসেনা । এই অবস্থায়, নাগরিকত্ব সংশোধনী বিল ইশুতে মুখপত্র সামনায় BJP-কে আক্রমণ করল শিবসেনা ।