পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের আকাশপথেও এবার ওয়াই-ফাই - যাত্রীবাহী বিমান পরিবহন মন্ত্রক

বিমানে উঠলেই আর বন্ধ করে দিতে হবে না ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ৷ প্রিয়জনের সঙ্গে এবার থেকে বিমানেও চ্যাট করতে পারবেন ৷ সেই পরিষেবাই এবার আনতে চলেছে অসামরিক বিমান মন্ত্রক ৷

Wifi in Plane
ছবি

By

Published : Mar 2, 2020, 12:16 PM IST

দিল্লি, 2 মার্চ : বিমানে এবার থেকে চালু হতে চলেছে ওয়াই-ফাই পরিষেবা ৷ অসামরিক বিমান মন্ত্রকের তরফে আজ এই ঘোষণা করা হয় ৷ তবে এর জন্য আগে বিমানগুলি পরীক্ষা করা হবে ৷ ওয়াই-ফাই পরিষেবার জন্য বিমানগুলি সক্ষম কি না তা পরীক্ষা করে অনুমোদন দেবেন ডিরেক্টর জেনারেল ৷

বিমানের চালকের অনুমতি নিয়ে আকাশপথেও এই ওয়াই-ফাই পরিষেবা ব্যবহার করতে পারবে যাত্রীরা ৷ তবে ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজ়েট আগের মতো ফ্লাইট মোডেই রেখে দিতে হবে ৷ অসামরিক বিমান মন্ত্রকের তরফে আজ এই বার্তা দেওয়া হয়েছে ৷

বিমানে ওয়াই-ফাই পরিষেবা কোনও নতুন ঘটনা নয় ৷ বিশ্বজুড়ে একাধিক বেসরকারি উড়ান সংস্থার বিমানে এই পরিষেবা দেওয়া চালু হয়েছে ৷ এবার থেকে ভারতেও মিলবে এই সুবিধা ৷

ABOUT THE AUTHOR

...view details