পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মাসে তিন দিনের জন্য খুলছে উত্তরাখন্ড-নেপাল মধ্যবর্তী সেতু - তিনদিনের জন্য 5 ঘণ্টা করে খোলা হবে আন্তর্জাতিক উত্তরাখন্ড - নেপাল ব্রিজটি

গতকাল থেকে তিনদিনের জন্য 5 ঘণ্টা করে খোলা হয়েছে এই সেতুটি ৷

International Suspension Bridge at Uttarakhand's Dharchula opens for Nepali nationals
মাসে তিনদিনের জন্য খুলছে উত্তরাখন্ড-নেপাল মধ্যবর্তী আন্তর্জাতিক সাসপেনশন ব্রিজ

By

Published : Oct 22, 2020, 3:12 PM IST

ধরচুলা, 22 অক্টোবর : তিনদিনের জন্য ফের খুলল ধরচুলার আন্তর্জাতিক সাসপেনশন সেতু ৷ যে সমস্ত নেপালের নাগরিকরা ভারতীয় সেনায় কর্মরত ছিলেন কিংবা কোনও অন্য ভারতীয় সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন ৷ তাঁরা যাতে তাঁদের পাওনা পেনশন নিতে পারেন ৷ তাই খোলা হয়েছে উত্তরাখন্ড ও নেপাল সংলগ্ন এই সেতুটি ৷

গতকাল থেকে তিনদিনের জন্য 5 ঘণ্টা করে খোলা হয়েছে এই সেতুটি ৷ উত্তরাখন্ডের ধরচুলার তহসিলদার মোহন গোস্বামী বলেন, " বুধবার সেতুটি খোলা হয়েছে সকাল 9 টা থেকে দুপুর 2 টো পর্যন্ত ৷ যে সব নেপালের নাগরিকরা ভারতীয় সেনায় নিযুক্ত ছিলেন কিংবা কোনও ভারতীয় সংস্থায় কর্মরত ছিলেন ৷ তাঁদের জন্যই খোলা হয়েছে এটি ৷ ইতিমধ্যেই 238 জন নেপালি ভারতে প্রবেশ করেছেন ৷ 151 জন ভারতীয় নেপালে গেছে ৷ সেতুটি বন্ধ করা হয়েছে দুপুর 2 টোয় ৷ "

ধরচুলার ডেপুটি কালেক্টর অনিলকুমার শুক্লা জানান, " সমস্ত পেনশনপ্রাপ্তদের জন্য প্রতি মাসে এই সুবিধা দেওয়া হবে যাতে তারা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারে ৷ নেপালের আবেদনে নেপালের নাগরিকদের জন্যই এই সেতুটি খোলার উদ্যোগ নেওয়া হয়েছে ৷ "

For All Latest Updates

TAGGED:

Copy

ABOUT THE AUTHOR

...view details