পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

31 অগাস্ট পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান - 31 অগাস্ট পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক উড়ান

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী 31 অগাস্ট পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে ।

আন্তর্জাতিক উড়ান
আন্তর্জাতিক উড়ান

By

Published : Jul 31, 2020, 8:20 PM IST

দিল্লি, 31 জুলাই : বাড়ল আন্তর্জাতিক উড়ান বন্ধের সময়সীমা । আগামী 31 অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক যাত্রীবাহী বিমানের ওঠা নামা । তবে কার্গো বিমান বা মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত বিমানগুলির উপর এই বিধি-নিষেধ থাকছে না । আজ অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে একথা জানানো জানানো হয়েছে ।

অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আগামী 31 অগাস্ট 11 টা 59 পর্যন্ত বন্ধ থাকবে আন্তর্জাতিক উড়ান পরিষেবা । ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এর আগে সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছিলেন, জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই বিমান পরিষেবা চালু হতে পারে । তবে পরে সেই সিদ্ধান্তে বদল আসে । প্রথমে 15 জুলাই ও পরে 31 জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রাখা হয় । স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভারতীয় বিমান বন্দরগুলি থেকে কোনও বিমান বিদেশে যাবে না । বিদেশের কোনও বিমান ভারতের বিমানবন্দরে অবতরণ করবে না । আজ বিমান চলাচল বন্ধের সেই সময় 31 জুলাই থেকে বাড়িয়ে 31 অগাস্ট করা হল ।

কোরোনার জেরে মার্চ মাসে লকডাউন জারি করা হয় । তারপরই অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় । 25 মে থেকে আবার চালু হয় ঘরোয়া উড়ান । তবে আপাতত চালু হচ্ছে না আন্তর্জাতিক বিমান পরিষেবা ।

ABOUT THE AUTHOR

...view details