পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

30 নভেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান বন্ধ থাকবে : DGCA - International flight

25 মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু হলেও আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্যিক বিমান পরিষেবা বন্ধ রাখা হয় ৷ সেই সময়সীমা আরও বৃদ্ধি করল DGCA ।

International commercial flights remain close till 30th november
আন্তর্জাতিক ক্ষেত্রে বিমান পরিষেবা 30 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে

By

Published : Oct 28, 2020, 6:10 PM IST

দিল্লি, 28 অক্টোবর : আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান 30 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে । DGCA-র তরফের একথা জানানো হয়েছে । ইউরোপে কোরোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা থেকে এই সিদ্ধান্ত বলে জানা গেছে ।

এক বিবৃতিতে DGCA জানিয়েছে, "26 জুন যে সার্কুলার জারি করা হয়েছিল তাতে আংশিক কিছু পরিবর্তন করা হয়েছে । আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ান 30 নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে । তবে বিশেষ উড়ানের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় । প্রয়োজনে অন্য ব্যবস্থা নেওয়া হতে পারে ।"

লকডাউনের পর 25 মে থেকে অন্তর্দেশীয় বিমান পরিষেবা চালু করে কেন্দ্রীয় সরকার । 18টি দেশের সঙ্গে প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট সংখ্যার বিমান চলাচলের চুক্তি করেছে ভারত । এর পাশাপাশি বন্দে ভারত মিশনের অধীনে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ চলছে । 27 অক্টোবর পর্যন্ত 20 লাখ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details