চেন্নাই, 26 এপ্রিল : তামিলনাড়ুতে আজ থেকে শুরু "ইনটেন্স লকডাউন" । মূলত, রাজ্যের যে শহরগুলিতে কোরোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি সেগুলিকে চিহ্নিত করা হয়েছে । চেন্নাইসহ মোট পাঁচটি শহর রয়েছে তালিকায়। বুধবার রাত 9টা পর্যন্ত চেন্নাই, কোয়েম্বাতোর, মাদুরাই পুরোপুরি বন্ধ থাকবে । মঙ্গলবার রাত 9টা পর্যন্ত দু'টি ছোটো শহর সালেম এবং তিরুপুরে থাকবে কঠোর নিষেধাজ্ঞা। এমনটাই জানিয়েছে তামিলনাড়ু সরকার ।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী শুক্রবার লকডাউনের কথা ঘোষণা করেন । এক্ষেত্রে সংশ্লিষ্ট শহরগুলিতে মানুষজন ঘরের বাইরে বেরোতে পারবেন না । মুদিখানা এবং সবজির দোকান সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে । সামাজিক দূরত্ব মেনে দোকান থেকে প্রয়োজনীয় সামগ্রী কিনতে হবে । রেস্তরাঁ থেকে খাবারের হোম ডেলিভারি পরিষেবা চালু থাকবে । বাড়িতে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় সামগ্রী, এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । কনটেইনমেন্ট জ়োনে প্রতিদিন দুইবার করে জীবাণুমুক্ত করা হবে । সরকার পরিচালিত আম্মা ক্যান্টিন, ATM, হাসপাতাল, ওষুধের দোকান এবং অ্যাম্বুলেন্স পরিষেবা সচল থাকবে।