অমৃতসর, 5 অক্টোবর : বেআইনি মজুত রুখতে পদক্ষেপ করতে গিয়ে কার্যত আড়তদারী ব্যবস্থাই তুলে দিতে চাইছে মোদি সরকার । ফলে কাজ হারাতে চলেছেন আড়তদারী ব্যবস্থার সঙ্গে জড়িত কয়েক লাখ মানুষ । আড়তদারী ব্যবস্থা, গণবণ্টন ব্যবস্থা, ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা সব জায়গায় কিছু না কিছু ত্রুটি রয়েছে । কিন্তু সেই সমস্যার সমাধান না করে নতুন কৃষি আইন এনে কার্যত অন্নদাতাদেরই ভাতে মারছে মোদি সরকার । অভিযোগ রাহুল গান্ধির ।
পঞ্জাবের সাঙ্গরুরে কিষাণ ব়্যালির দ্বিতীয় দিনে আজ রাহুল গান্ধি বলেন, "আমরা মানছি আড়তদারী ব্যবস্থা (মান্ডি ব্যবস্থা) ত্রুটিপূর্ণ । কিন্তু নরেন্দ্র মোদি এর উন্নয়নের জন্য কোনও পদক্ষেপ করেননি । বরং নতুন কৃষি বিল (যা এখন আইনে পরিণত হয়েছে) এনে পুরো ব্যবস্থাকে ধ্বংস করছেন । "