পশ্চিমবঙ্গ

west bengal

বিশ্বের যে ইসলামিক দেশগুলিতে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ

By

Published : Aug 1, 2020, 1:32 PM IST

দীর্ঘ লড়াইয়ের পর গত বছর 1 অগাস্ট বলবৎ হয় তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন ৷ প্রথমে সুপ্রিম কোর্ট জানায়, তিন তালাক বেআইনি ৷ এরপর কেন্দ্রীয় সরকারকে এই নিয়ে আইন তৈরির নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত ৷ সংসদে আইন পাশ হয় ৷

instant Triple talaq banned in islamic countries
ইসলামিক দেশে নিষিদ্ধ তিন তালাক

ভারতের মতো বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ একনজরে দেখা যাক এই তালিকায় কোন কোন দেশ রয়েছে...

মিশর- মিশরই প্রথম দেশ যারা তাদের বিবাহ বিচ্ছেদ পদ্ধতিতে পরিবর্তন আনে ৷ কোরানের ব্যাখ্যা অনুসারে এই পরিবর্তন এসেছিল 1929 সালে ৷ বলা হয়, তাৎক্ষণিক তিন তালাক মেনে নেওয়া হবে না ৷ কিন্তু তিন ধাপে তালাকের বিষয়টি এগোবে ৷

পাকিস্তান- 1961 সালে পাকিস্তানে মুসলিম পারিবারিক আইন অর্ডিন্যান্স জারি করা হলে তিন তালাক বন্ধ হয়ে যায় ৷

তিউনিশিয়া- তিউনিশিয়ান কোড অফ পার্সোনাল স্ট্যাটাস (1956) অনুসারে রাষ্ট্র ও বিচার ব্যবস্থার মধ্যে বিবাহ-কে গণ্য করা হয় ৷ আর বিচার ব্যবস্থা কখনওই কোনও কারণ ছাড়া শওহরকে মৌখিকভাবে তালাক দেওয়ার অনুমতি দেয় না ৷

বাংলাদেশ- বিবাহ বিচ্ছেদের পদ্ধতি বাংলাদেশে অত্যন্ত সহজ ৷ মাত্র তিন ধাপে শওহর ও বিবি একে অপরের থেকে বিচ্ছেদ নিতে পারেন ৷ প্রথমে লিখিতভাবে নোটিস পাঠাতে হয় ৷ এরপর সালিশি বোর্ডের সামনে উপস্থিত হতে হয় ৷ সব শেষে 90 দিন পর কাজ়ির কাছ থেকে একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হয় ৷

তুরস্ক- 1917 সাল পর্যন্ত তুরস্কে তাৎক্ষণিক তিন তালাক প্রথা প্রচলিত ছিল ৷ 1926 সালে মুস্তাফা কেমাল আতাতুর্কের নেতৃত্বে বিবাহ ও বিচ্ছেদের ইসলামিক আইন বন্ধ করে সুইস সিভিল কোড চালু করা হয় ৷ এই কোড ইউরোপের দেশগুলি গ্রহণ করেছে ৷ পাশাপাশি তুরস্কে তালাকের প্রক্রিয়া তখনই শুরু হয়, যখন কোনও বিবাহ রেজিস্টার্ড হয় ৷ এক্ষেত্রে বিচ্ছেদের প্রক্রিয়া হয় দায়রা আদালতে ৷

ইন্দোনেশিয়া- একমাত্র আদালতের নির্দেশে ইন্দোনেশিয়ায় বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে ৷ স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদের কোনও চুক্তি সাংবিধানিক গণ্য হয় না ৷

ইরাক- সরকার পরিচালিত ব্যক্তিগত আদালতের থেকে শরিয়া আদালতে পরিণত করা প্রথম আরবীয় দেশ হল ইরাক ৷

আলজেরিয়া- স্বামী ও স্ত্রীর মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টার পর আলজেরিয়ায় বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় ৷ তবে এক্ষেত্রে তিন মাসের যে সময় দেওয়া হয়, তার মধ্যে মিটমাট করতে হয় ৷

আফগানিস্তান- মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে তিন তালাক তিনবার উচ্চারণ করে বিচ্ছেদ নেওয়া যায় না ৷

বিশ্বের অনেক ইসলামিক দেশে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ

এছাড়া সিরিয়া, জর্ডন, মালয়েশিয়া, ব্রুনেই, আরব আমিরশাহী, কাতার, সাইপ্রাস, ইরান, লিবিয়া, সুদান, লেবানন, সৌদি আরব, মরক্কো ও কুয়েতে তাৎক্ষণিক তিন তালাক নিষিদ্ধ ৷ তবে শুধু ইসলামিক দেশগুলি নয়, শ্রীলঙ্কার মতো দেশেও তিন তালাক নিষিদ্ধ ৷ ভারতের প্রতিবেশী এই রাষ্ট্রে 1951-র শ্রীলঙ্কান বিবাহ ও বিচ্ছেদ আইন অনুযায়ী তাৎক্ষণিক তিন তালাক গৃহীত হয় না ৷ যদি কোনও শওহর তাঁর বিবির কাছ থেকে বিচ্ছেদ চান, তাহলে তাঁকে কাজ়ির কাছে নোটিস পাঠাতে হবে ৷ তিনি কেন বিচ্ছেদ নিতে চাইছেন তা উল্লেখ করতে হবে ৷ পাশাপাশি বিবির আত্মীয়-পরিজন, অভিভাবক ও এলাকার প্রভাবশালী মুসলিম ব্যক্তির কাছেও বিষয়টি জানাতে হবে ৷ এই পুরো প্রক্রিয়ায় সমস্যা মিটিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হয় দু’জনকে ৷

ABOUT THE AUTHOR

...view details