ভাবনগর, 15 সেপ্টেম্বর : দীর্ঘ তিন দশক ধরে ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ছিল INS বিরাট । লম্বা দৌড়ের ঘোড়া INS বিরাট । ভারতের ইতিহাসের সবথেকে বেশি সময় ধরে চলা এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি। গিনেজ় বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম রয়েছে । কিন্তু এবার বিদায় জানানোর পালা । ভাবনগরের কাছে অ্যালাং শিপ ব্রেকিং ইয়ার্ডে একে একে খুলে ফেলা হবে INS বিরাটের যন্ত্রাংশগুলি ।
ভারতীয় নৌসেনাকে দীর্ঘ 30 বছর ধরে পরিষেবা দিয়ে এসেছে INS বিরাট । কিন্তু এবার আয়ু ফুরিয়েছে । INS বিরাটকে বিক্রি করার জন্য অনলাইন নিলাম ডাকা হয়েছিল । ওই নিলামে 38.54 কোটি টাকার বিনিময়ে অ্যালাং শিপ ব্রেকিং ইয়ার্ডের এক বেসরকারি রিসাইক্লিং সংস্থাকে বিক্রি করে দেওয়া হয় ।
আরও পড়ুন :মিজ়াইল হোক বা টর্পেডো... অব্যর্থ INS ত্রিশূল
1987 সাল থেকে 2016 সাল পর্যন্ত ভারতীয় নৌসেনার সেবায় নিয়োজিত ছিল এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি । 18 হাজার টন পর্যন্ত ওজন বহন করতে পারে এটি । 2016 সালের 23 জুলাই শেষবার যাত্রা করেছিল INS বিরাট । এরপর 2017 সালের 6 মার্চ এটিকে নৌসেনার কার্যকর তালিকা থেকে সরিয়ে দেওয়া হয় । এই এয়ারক্র্যাফট ক্যারিয়ারটি লম্বায় 225 মিটার আর চওড়ায় 49 মিটার ।
শ্রী রাম গ্রিন শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ়ের চেয়ারম্যান মুকেশ প্যাটেল জানিয়েছেন, “সেপ্টেম্বরের 22-23 তারিখের মধ্যে INS বিরাট অ্যালাংয়ে এসে পৌঁছাবে ।” বিগত ছয় বছরে এই নিয়ে দ্বিতীয়বার কোনও ভারতীয় যুদ্ধজাহাজ ভেঙে ফেলা হচ্ছে । এর আগে 2014 সালে একাত্তরের যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে লড়া INS বিক্রান্তকে ভেঙে ফেলা হয়েছিল । এবার INS বিরাট ।
এর আগে ব্রিটেন ও নিউজ়িল্যান্ডের যুদ্ধজাহাজ ভাঙা হয়েছিল অ্যালাং শিপ ব্রেকিং ইয়ার্ডে । INS বিরাটকে পুরোপুরি খুলে ফেলতে আট থেকে দশ মাস সময় লাগবে বলে জানা গেছে ।
আরও পড়ুন :শত্রুপক্ষকে এক তুড়িতে ধ্বংস করতে পারে INS চক্র