পরমাণু অস্ত্র বহনে সক্ষম, কাজে অত্যাধুনিক ভারতের নিউক্লিয়ার সাবমেরিন INS চক্র ৷ 2012 সালে অ্যাকুলা শ্রেণির এই নারপা সাবমেরিন রাশিয়ার কাছে থেকে 10 বছরের লিজ়ে নিয়েছিল ভারত ৷ ভারত মহাসাগরে দেশের সুরক্ষার অন্যতম অস্ত্র INS চক্র ৷
INS চক্র কী ?
রাশিয়ায় তৈরি এই সাবমেরিনটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে পুর্নর্নিমিত হওয়ার পরই ভারতীয় নৌবাহিনীর অন্তর্ভুক্ত করা হয় ৷
আর পাঁচটা ভারতীয় সাবমেরিনের মতো ঘনঘন চার্জের প্রয়োজন লাগে না চক্রের ৷
অ্যাকুলা ক্লাসের এই সাবমেরিন প্রচলিত অস্ত্র বহন করতে পারে ৷ জলযানটি চারটি 533 মিমি টর্পোডো টিউব ও চারটি 650 মিমি টর্পেডো টিউব দিয়ে সজ্জিত ৷ সাধারণত ভারত মহাসাগরে শত্রুপক্ষের জাহাজকে চিহ্নিত করে তা ধ্বংস করাই কাজ চক্রের ৷
জলের 600 মিটার গভীরে যেতে সক্ষম INS চক্র ৷ পরমাণু অস্ত্র বহনকারী এই ডুবোজাহাজের গতিবেগ 30 নট ৷ প্রচলিত সাবমেরিনের থেকে দ্বিগুণ গতিসম্পন্ন ৷
INS চক্র হল শব্দবিহীন সাবমেরিন ৷ যার নয়েজ লেভেল শূন্য ৷
অত্যাধুনিক এই সাবমেরিন অপারেটিংয়ের জন্য মোট 80 জন দক্ষ ক্রু মেম্বারের প্রয়োজন ৷ তার মধ্যে 40 জন থাকেন নৌ বাহিনীর অফিসার ৷ বাকি 40 জন নাবিক ৷