লখনউ, 17 এপ্রিল : রাজস্থানের কোটায় আটকে থাকা ছাত্রদের ফেরাতে উত্তরপ্রদেশ থেকে 300টি বাস পাঠানো হচ্ছে । এরপরই এই ইশুতে সরব হন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "এই পরিস্থিতিতে যখন কোরোনা সংক্রমণ দিন দিন আরও বাড়ছে, লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে তখন এই ধরনের পদক্ষেপ অন্যায় । এটি লকডাউন বিরুদ্ধ কাজ ।"
রাজাস্থানের কোটায় একাধিক কোচিং ক্লাস রয়েছে । যেখানে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের পড়াশোনা হয় । প্রতিযোগিতামূলক পরীক্ষার পড়াশোনা হয় । কিন্তু লকডাউন ঘোষণা হয়ে যাওয়ায় আপাতত সেখানেই আটকে পড়েছে তারা । এই পরিস্থিতিতে, ছাত্রদের রাজস্থান থেকে ফেরাতে ঝাঁসি ও আগরা থেকে মোট 300টি বাস পাঠাচ্ছে উত্তরপ্রদেশ সরকার । এনিয়ে আজ উত্তরপ্রদেশ সরকারের কড়া সমালোচনা করেন বিহারের মুখ্য়মন্ত্রী নীতীশ কুমার । তিনি বলেন, "উত্তরপ্রদেশ সরকারের এই পদক্ষেপ লকডাউনের যাবতীয় উদ্দেশ্যকে ব্যর্থ করবে । যেভাবে লকচাউনের মাঝে বাস পাঠানো হচ্ছে, তা অন্যায় ।"