পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যরাতে পেন্না নদীর ধারে কবর দেওয়া হচ্ছে কোরোনায় মৃতদের - corona update

কোরোনায় আক্রান্তদের রাতের অন্ধকারে কবর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশের নেল্লোরের পেন্না নদীর ধারে ৷ এমন ভিডিয়ো ছড়াল সোশাল মিডিয়ায় ৷

Inhumanity in Nellore who died with Corona buried with JCB
মধ্যরাতে পেন্না নদীর ধারে কবর দেওয়া হচ্ছে কোরোনায় মৃতদের

By

Published : Jul 11, 2020, 4:48 AM IST

নেল্লোর ( অন্ধ্রপ্রদেশ ), 10 জুলাই : রাতের অন্ধকারে কোরোনায় মৃতদের দেহ পুঁতে ফেলা হচ্ছে ৷ এমন দৃশ্যই দেখা গেল একটি ভিডিয়োতে ৷ অন্ধ্রপ্রদেশের নেল্লোরের ঘটনা ৷ সূত্রের খবর, মধ্যরাতে নেল্লোরের পেন্না নদীর ধারে তিন জন কোরোনায় আক্রান্তের মৃতদেহ কবর দেওয়া হয় ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, JCB-র সাহায্যে সেই দেহগুলি কবর দেওয়া হচ্ছে ৷

মধ্যরাতে এইভাবে মৃতদেহ কবর দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ MRO ভেঙ্কটেশ্বরালু বলেন, কোরোনায় মৃতদের দেহ সৎকারের জন্য অনুমতি চাওয়া হয়েছিল ৷ মানুষের মধ্যে সচেতনতার অভাবের ফলে মৃতদের পরিবারের লোকও তাদের দেহ নিতে আসেনি ৷ গ্রামের লোকেরাও ওই মৃতদেহ অন্য কোথাও নিয়ে যেতে বলে ৷ এর ফলে জরুরি পরিস্থিতিতে মৃতদেহ কবর দেওয়া হয় ৷

মধ্যরাতে পেন্না নদীর ধারে কবর দেওয়া হচ্ছে কোরোনায় মৃতদের

ইনাডুতে ' কোরোনায় মৃতদের পেন্নায় কবর ' এই শিরোনামের খবর দেখে নড়েচড়ে বসে প্রশাসন ৷ জেলা জয়েন্ট কালেক্টর প্রভাকর রেড্ডি ঘটনার তদন্ত করতে নির্দেশ দিয়েছেন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details