বেঙ্গালুরু, 14 মার্চ : এক কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত ৷ এই সন্দেহে বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের একটি বিল্ডিং খালি করে দেওয়া হল বেঙ্গালুরুতে ৷ সংস্থার তরফে এক শীর্ষ আধিকারিক গুরুরাজ দেশপাণ্ডে জানান, কোরোনা সাবধানতায় 12টি বিল্ডিংয়ের একটি বিল্ডিং (IIPM) খালি করে দেওয়া হল ৷ ওই বিল্ডিংয়ের এক কর্মী কোরোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে এই সিদ্ধান্ত ৷
কোরোনা আতঙ্কে বেঙ্গালুরুর বিল্ডিং খালি করল ইনফোসিস - Infosys building
কর্মীদের সুরক্ষায় বিশ্বের অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস খালি করে বেঙ্গালুরুর একটি বিল্ডিং ৷ ওই বিল্ডিংয়ের এক কর্মী কোরোনা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে ৷ তার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়ে ইনফোসিসস ৷
কোরোনা ভাইরাসের জেরে ইনফোসিস অফিসের একাংশ খালি
ই-মেইল মারফত তিনি কর্মীদের উদ্দেশে বলেন, ‘‘শুধুমাত্র আমাদের সুরক্ষার জন্যেই এই পদক্ষেপ ৷ ওই বিল্ডিং জীবাণুমুক্ত করা হবে ৷’’ এই আধিকারিক কর্মীদের ধৈর্য রাখার অনুরোধ করেন ৷ গুজব না শুনতে মানা করা হয়েছে ৷ জরুরি অবস্থার ক্ষেত্রে গ্লোবাল হেল্প ডেস্ক নম্বরে ফোন করার পরামর্শ দেন তিনি ৷
ইতিমধ্যেই কর্নাটক সরকার সমস্ত তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে সতর্ক করে দিয়েছে ৷ কোরোনা ভাইরাস এড়াতে এক সপ্তাহ বাড়ি থেকে কাজ করার নির্দেশ দিয়েছে ৷
Last Updated : Mar 14, 2020, 12:32 PM IST