দিল্লি, 9 জুলাই : বালাকোটে এয়ারস্ট্রাইকের পর ভারতে জঙ্গি অনুপ্রবেশ কমেছে 43 শতাংশ । আজ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এই দাবি করে বলেন, "বালাকোট এয়ার স্ট্রাইকের পর জম্মু-কাশ্মীরে সুরক্ষা ব্যবস্থার অনেকটাই উন্নতি হয়েছে ও অনুপ্রবেশের হার কমেছে উল্লেখযোগ্য । একধাক্কায় 43 শতাংশ অনুপ্রবেশ কমেছে ।"
মন্ত্রী আরও উল্লেখ করেন, 14 ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে জঈশ জঙ্গিঘাঁটিতে হামলা চালিয়েছিল বায়ুসেনা । কেন্দ্র ও সেনাবাহিনীর 'জ়িরো টলারেন্স' নীতির কারণে নিরাপত্তাব্যবস্থার পরিবর্তন হয়েছে ।