দিল্লি, 20 অগাস্ট: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর ৷ এই নিয়ে টানা চারবার সেরা নির্মল শহরের খেতাব পেল এই শহর ৷ বৃহস্পতিবারই "স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷
"স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকায় দ্বিতীয় স্থানে আছে সুরাত, তৃতীয় নবি মুম্বই ৷ বড় শহরগুলির মধ্যে শুধু নিউ দিল্লি প্রথম 20-তে জায়গা পেয়েছে ।
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, "কয়েক বছর আগে জাপানের একদল প্রতিনিধির সঙ্গে ইন্দোর গিয়েছিলাম ৷ সেবার দেখি, জাপানি দলটি শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখছে ৷ প্রশ্ন করেছিলাম, কেন গোটা শহর ঘুরে দেখছেন ? তারা জানিয়েছিল, আবর্জনা খুঁজছিলাম ৷ কিন্তু পেলাম না ৷ আমি মনে করি না এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে ৷" উল্লেখ্য, "স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহর ঠাঁই পায়নি ৷
দেশের প্রথম 20টি নির্মল শহরের তালিকা:
1) ইন্দোর, মধ্যপ্রদেশ
2) সুরাত, গুজরাত
3) নবি মুম্বই, মহারাষ্ট্র
4) অম্বিকাপুর, ছত্তিশগড়
5) মাইসুরু, কর্নাটক
6) বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ
7) আহমেদাবাদ, গুজরাত
8) নিউ দিল্লি