পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন 20টি শহর

"স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকায় নেই পশ্চিমবঙ্গের কোনও শহর । 20টি শহরেপর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্দোর । দ্বিতীয় স্থানে সুরাত । তৃতীয় স্থানে নবি মুম্বই৷

Swachh Survekshan awards
সেরা ইন্দোর

By

Published : Aug 20, 2020, 6:04 PM IST

Updated : Aug 20, 2020, 6:41 PM IST

দিল্লি, 20 অগাস্ট: দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর ইন্দোর ৷ এই নিয়ে টানা চারবার সেরা নির্মল শহরের খেতাব পেল এই শহর ৷ বৃহস্পতিবারই "স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকা প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি ৷

"স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকায় দ্বিতীয় স্থানে আছে সুরাত, তৃতীয় নবি মুম্বই ৷ বড় শহরগুলির মধ্যে শুধু নিউ দিল্লি প্রথম 20-তে জায়গা পেয়েছে ।

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি বলেন, "কয়েক বছর আগে জাপানের একদল প্রতিনিধির সঙ্গে ইন্দোর গিয়েছিলাম ৷ সেবার দেখি, জাপানি দলটি শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখছে ৷ প্রশ্ন করেছিলাম, কেন গোটা শহর ঘুরে দেখছেন ? তারা জানিয়েছিল, আবর্জনা খুঁজছিলাম ৷ কিন্তু পেলাম না ৷ আমি মনে করি না এর চেয়ে বড় সার্টিফিকেট কিছু হতে পারে ৷" উল্লেখ্য, "স্বচ্ছ সর্বেক্ষণ 2020"-র তালিকায় পশ্চিমবঙ্গের কোনও শহর ঠাঁই পায়নি ৷

দেশের প্রথম 20টি নির্মল শহরের তালিকা:

1) ইন্দোর, মধ্যপ্রদেশ

2) সুরাত, গুজরাত

3) নবি মুম্বই, মহারাষ্ট্র

4) অম্বিকাপুর, ছত্তিশগড়

5) মাইসুরু, কর্নাটক

6) বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ

7) আহমেদাবাদ, গুজরাত

8) নিউ দিল্লি

9) চন্দ্রপুর, মহারাষ্ট্র

10) খারগোন, মধ্যপ্রদেশ

11) রাজকোট, গুজরাত

12) তিরুপতি, অন্ধ্রপ্রদেশ

13) জামশেদপুর, ঝাড়খণ্ড

14) ভোপাল, মধ্যপ্রদেশ

15) গান্ধিনগর, গুজরাত

16) চণ্ডিগড়

17) ধুলে, মহারাষ্ট্র

18) রাজনন্দগাঁও, ছত্তিশগড়

19) বিলাসপুর, ছত্তিশগড়

20) উজ্জয়িনী, মধ্যপ্রদেশ

Last Updated : Aug 20, 2020, 6:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details