পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুপওয়ারায় গুলি পাকিস্তানের, কড়া জবাব ভারতের - ভারত

জানা গিয়েছে, এদিন সকালে পাকিস্তানের তরফ থেকে ভারতীয় ছাউনি লক্ষ্য় করে আচমকাই গুলি চলতে শুরু করে ৷ যার পালটা জবাবে ভারতীয় সেনাও গুলি চালাতে শুরু করে ৷ এর জেরে ওই এলাকার বাসিন্দাদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রিপোর্টে এও বলা হয়েছে, গোলাগুলি শুরু হওয়ার পর দ্রুত সেনার তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷

Indo_Pak_forces_trade_gunfire_along_LoC_in_Kupwara_in_Jammu_and_Kashmir
কুপওয়ারায় LoC-তে ভারত-পাক সেনার মধ্য়ে গুলির লড়াই

By

Published : Nov 13, 2020, 7:23 PM IST

Updated : Nov 13, 2020, 7:48 PM IST

কুপওয়ারা, 13 নভেম্বর : জম্মু ও কাশ্মীর সীমান্তে আবারও উত্তেজনা ৷ কারনা এবং তাংদারে ভারত ও পাকিস্তান সেনার মধ্য়ে ব্য়াপক গুলির লড়াই হয়েছে বলে সেনা সূত্রে খবর ৷ আজ সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাংদার সেক্টরের ফরওয়ার্ড পোস্টে দুই তরফে লাগাতার গোলাগুলি চলতে শুরু করে ৷

জানা গিয়েছে, এদিন সকালে পাকিস্তানের তরফ থেকে ভারতীয় ছাউনি লক্ষ্য় করে আচমকাই গুলি চলতে শুরু করে ৷ যার পালটা জবাবে ভারতীয় সেনাও গুলি চালাতে শুরু করে ৷ এর জেরে ওই এলাকার বাসিন্দাদের মধ্য়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ রিপোর্টে এও বলা হয়েছে, গোলাগুলি শুরু হওয়ার পর দ্রুত সেনার তরফে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ আচমকা এই গোলাগুলিতে ধানি, সাদপোড়া, হাজিতরা এবং জাদা সীমান্তবর্তী এলাকায় প্রভাব পড়েছে ৷

সেনার একটি সূত্র মারফত এই খবরটিকে মান্য়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ৷ পাশাপাশি এও বলা হয়েছে, ওই এলাকায় পাকিস্তান সেনার সঙ্গে ভারতের গোলাগুলি এখনও চলছে ৷ সম্প্রতি বর্ডার সিকিউরিটি ফোর্সের শীর্ষস্তর থেকে জানানো হয়েছিল, পাকিস্তান ছাউনিগুলিতে 250 থেকে 300 জঙ্গি ভারতে প্রবেশের জন্য় অপেক্ষা করে রয়েছে ৷ নভেম্বর মাসে তুষারপাতের আগে তাদের ভারতে ঢোকানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছিলেন BSF-র এক আধিকারিক ৷ এদিনের পাকিস্তান সেনার এই হামলা সেই উদ্দেশ্য়েই হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

Last Updated : Nov 13, 2020, 7:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details