পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, 4 জওয়ান-সহ নিহত 7 - exchange fire across Loc in Uri

ফের রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত । পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ সীমান্তরক্ষী বাহিনীর চার জওয়ান ।

BSF Soldier Killed In Action
ফাইল ছবি

By

Published : Nov 13, 2020, 3:55 PM IST

Updated : Nov 13, 2020, 7:43 PM IST

শ্রীনগর, 13 নভেম্বর : ফের রক্তাক্ত ভারত-পাকিস্তান সীমান্ত । আজ দুপুরে সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান । এলোপাথারি গোলাবর্ষণ শুরু করে পাকিস্তান । পাকিস্তানের গোলাবর্ষণে শহিদ হন চার জওয়ান । নিহত হয়েছেন আরও তিন গ্রামবাসী । জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকার ঘটনা ।

সেনা সূত্রে খবর, শহিদ জওয়ানদের মধ্যে একজন সীমান্তরক্ষী বাহিনীর সাব-ইনস্পেক্টর । নাম রাকেশ ডোভাল । তিনি সীমান্তরক্ষী বাহিনীর আর্টিলারি ব্যাটারিতে নিযুক্ত ছিলেন । আজ দুপুরে পাকিস্তান যখন সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে তখন তিনি উরির হাজি পীর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মোতায়েন ছিলেন । দুপুর 1 টা 15 মিনিট নাগাদ পাকিস্তানের গোলাবর্ষণে মাথায় আঘাত লাগে তাঁর । হাজি পীর সেক্টরে আরও এক জওয়ান জখম হয়েছেন । পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘনে উরির নাম্বলা সেক্টরে ভারতীয় সেনার আরও দুই জওয়ান শহিদ হয়েছেন ।

সীমান্তে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের

কামালকোট সেক্টরে দু'জন গ্রামবাসী ও হাজি পীর সেক্টরে এক মহিলা পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন । জখম হয়েছেন আরও অনেকে ।

সীমান্তে এখনও গোলাবর্ষণ চলছে বলে খবর । পালটা জবাব দিচ্ছে ভারতও । ভারতীয় সেনা সূত্রে খবর, পালটা গোলাবর্ষণে নিহত হয়েছে 7 থেকে 8 জন পাকিস্তানি সেনা ৷ তার মধ্যে 2 থেকে 3 জন পাকিস্তানি আর্মি স্পেশাল সার্ভিস গ্রুপের কমান্ডোও আছে বলে খবর ৷

শ্রীনগরে সেনার মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, "কুপওয়ারার ধানী এলাকায় (টাঙদার) LOC-র বরাবর গুলি ও মর্টার হামলা শুরু করে পাকিস্তান । আমাদের জওয়ানরাও যথাযথ প্রতিক্রিয়া দিচ্ছে ।" তিনি আরও জানান, "এলাকার সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে । গ্রামবাসীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে ।"

Last Updated : Nov 13, 2020, 7:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details