পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সীমান্তে নেপাল পুলিশের গুলিতে নিহত 1 কৃষক, আহত 4 - nepal police firing

শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল বিহারের সীতামারির কাছে ভারত-নেপাল সীমান্ত। অভিযোগ, সীমান্তের কাছে চাষের কাজ করার সময় ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালায় নেপাল পুলিশ। ঘটনায় নিহত এক কৃষক।

ভারত-নেপাল সীমান্তে গুলি
ভারত-নেপাল সীমান্তে গুলি, নিহত 1

By

Published : Jun 12, 2020, 6:36 PM IST

সীতামারি, 12 জুন: ভারত-নেপাল মানচিত্রের বিতর্কের মধ্যেই এবার উত্তপ্ত হল ইন্দো-নেপাল সীমান্ত। আজ বিহারের সীতামারি ইন্দো-নেপাল সীমান্তে ভারতীয় কৃষকদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল নেপাল পুলিশের বিরুদ্ধে। নেপাল পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক কৃষকের, আহত চার জন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

স্থানীয়দের অভিযোগ, নেপালের দিক থেকেই গুলি ছোঁড়া হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে লালবন্দি জনকিনগরের সীমান্তের কাছে চাষের কাজ করছিলেন কয়েকজন কৃষক। সেই সময় তাদের লক্ষ্য করে 18 রাউন্ড গুলি চালায় নেপাল পুলিশ। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন গুলি লেগে মৃত্যু হয়েছে এক কৃষকের। নিহতের নাম বিকেশ রাই। গুলি লেগে আহত হয়েছেন চার জন। তাদের দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁরা। স্থানীয়দের অভিযোগ, আহতদের মধ্যে একজনকে নেপাল পুলিশ তাদের হেপাজতে নিয়েছে।

শুক্রবারের এই ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ইন্দো-নেপাল সীমান্তবর্তী এলাকায়। দু দেশেরর পক্ষ থেকেই সীমান্তে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তার জন্য ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details