দিল্লি, 8 নভেম্বর : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 45 হাজার 674 জন ৷ গতকাল সেই সংখ্য়াটা ছিল 50 হাজার 357 জন ।
এই নিয়ে দেশে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল 85 লাখ 7 হাজার 754 ৷ সক্রিয় আক্রান্ত 5 লাখ 12 হাজার 665 ৷ এদিকে কমেছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 559 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 577 ৷ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 26 হাজার 121 ৷
গত 24 ঘণ্টায় 49 হাজার 42 জন সুস্থ হয়ে উঠেছে ৷ মোট সুস্থ হয়ে উঠেছে 78 লাখ 68 হাজার 968 জন ৷
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট 17 লাখ 14 হাজার 273 জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছে মোট 15 লাখ 69 হাজার 90 জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত 8 লাখ 44 হাজার 147 জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত 8 লাখ 40 হাজার 730 ৷
24 ঘণ্টায় মোট 11 লাখ 94 হাজার 487 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।